দ. আফ্রিকাকে হারিয়ে সেমির স্বপ্ন জিইয়ে রাখল পাকিস্তান


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-11-2022

দ. আফ্রিকাকে হারিয়ে সেমির স্বপ্ন জিইয়ে রাখল পাকিস্তান

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাঁচামরার লড়াইয়ে রানে জয় পেয়েছে পাকিস্তান। এ জয়ের মাধ্যমে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখল। 

পাকিস্তানের বিরুদ্ধে ১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেটে ১০৮ রান করতে করতে সমর্থ হয় প্রোটিয়ারা। মাত্র ১৪ রানে ৩টি উইকেট শিকার করে প্রোটিয়া শিবিরে ধস নামান শাহীন আফ্রিদি। এছাড়া শাদাব খান নেন দুই উইকেট।

গুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। পাকিস্তানের বিরুদ্ধে ১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৯ ওভার খেলা শেষে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির পর দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ১৪ ওভারে ১৪২ রানের। শেষ পর্যন্ত ৩৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা। 

এর আগে পাকিস্তানের দেয়া ১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোচট খায় প্রোটিয়ারা। প্রথম ওভারের শেষ বলে শাহীন আফ্রিদির বলে শূন্য রানে সাজঘরে ফেরেন দুর্দান্ত ফর্মে থাকা ডি কক। ইনিংসের তৃতীয় ওভারে আবারও আঘাত হানেন আফ্রিদি। এবারের বিশ্বকাপে সেঞ্চুরি করা রাইলি রোশোকে (৭) শিকার করে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয়ে ফেলে দেন তিনি। আফ্রিকার তৃতীয় উইকেট জুটিতে মাত্র ২৭ বলে ৪৯ রান সংগ্রহ করে পাকিস্তানকে বিপদের ইঙ্গিত দেন অধিনায়ক বাভূমা ও মারক্রাম। তবে ৮ম ওভারের প্রথম বলেই বাভূমাকে ফিরিয়ে দেন শাদাব খান। তৃতীয় বলে আবারও মারক্রামকে নিজের শিকারে পরিণত করলে ম্যাচ পাকিস্তানের দিকে হেলে পড়ে। 

৯ ওভারে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ৬৯ রান সংগ্রহের পর নামে বৃষ্টি।

বৃষ্টির কারণে ম্যাচের সমীকরণ দাঁড়ায় ম্যাচ আর শুরু হতে না পারলে পাকিস্তান ১৬ রানে জিতে যেত।

বৃষ্টি থামার পর খেলতে নামার পর এক পর্যায়ে মাত্র ৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ ওভারে ৪১ রানের প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। 

বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে দুপুর ২টায় সিডনিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে হারায় পাকিস্তান।

তবে শেষ পর্যন্ত ইফতেখার ও শাদাব খানের ঝড়ো ব্যাটিংয়ে ১৮৫ রানের বড় সংগ্রহ পায় ইমরান খানের উত্তরসূরীরা।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২০ ওভারে ১৮৫/৯ (রিজওয়ান ৪, বাবর আজম ৬, মোহাম্মদ হারিস ২৮, ইফতিখার ৫১, শাদাব ৫২, নাওয়াজ ২৮; আনরিখ নরকিয়া ৪-০-৪১-৪, পার্নেল ৪-০-৩১-১, কাগিসো রাবাদা ৪-০-৪৪-১, লুঙ্গি ৪-০-৩২-১ ও শামসি ৪-০-৩৬-১)।

বৃষ্টি আইনে লক্ষ্য ১৪ ওভারে ১৪২ রান।

দক্ষিণ আফ্রিকা : ১৪ ওভারে ১০৮/৯ (কুইন্টন ডি কক ০, টেম্বা বাভুমা ৩৬, রাইলি রুশো ৭, মার্করাম ২০, হেনরিক ক্লাসেন ১৫, ট্রিস্টান স্টাবস ১৮; শাদাব ২-০-১৬-২, শাহীন শাহ আফ্রিদি ৩-০-১৪-৩, নাসিম শাহ ৩-০-১৯-১)।

ফল : পাকিস্তান ৩৩ রানে জয়ী  

ম্যান অব দ্য ম্যাচ : শাদাব খান


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]