শিরোপার স্বপ্নভঙ্গের পর দুঃসংবাদ পেল পাকিস্তান


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 14-11-2022

শিরোপার স্বপ্নভঙ্গের পর দুঃসংবাদ পেল পাকিস্তান

১৯৯২ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটিয়ে শিরোপার খুব কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে পাকিস্তানের। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হারে বাবর আজমরা। এদিকে, শিরোপার স্বপ্নভঙ্গের পর এবার শাহিন শাহ আফ্রিদিকেও হারাল পাকিস্তান।

হাঁটুর চোটে এশিয়া কাপে দলের সঙ্গে ছিলেন না। বিশ্বকাপ দিয়েই বাইশগজে ফিরেছিলেন। চোট কাটিয়ে দলে ফিরে স্বরূপে ফিরতেও সময় নিলেন না। সবশেষ চার ম্যাচে শিকার করেছেন ১০টি উইকেট।

রোববার (১৩ নভেম্বর) ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের স্বল্প পুঁজি নিয়েও দারুণ লড়াই করেছিল পাকিস্তানের বোলাররা। যার সুরটা বেঁধে দেন শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন অ্যালেক্স হেলসকে। প্রথম স্পেলে দুই ওভার করে দেন মোটে ১২ রান।

শেষদিকে আফ্রিদির বাকি থাকা দুই ওভার ঘিরে চমকের আশায় ছিল পাক সমর্থকরা। কিন্তু এক বল করেই পাকিস্তানের বোলিং বিভাগের সেরা অস্ত্র মাঠ ছাড়েন। মূলত ত্রয়োদশ ওভারে হ্যারি ব্রুকের ক্যাচ নিতে গিয়ে চোট পান হাঁটুতে। আর সেই চোটেই এবার আবারও বেশ কয়েক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন শাহিন।

যদিও পাকিস্তান দল দেশে ফেরার পরই শাহিনের চোটের আনুষ্ঠানিক আপডেট পাওয়া যাবে। তবে আশঙ্কা, ঘরের মাঠে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারবেন না পাক এ পেসার।

গেল জুলাইয়ে গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে চোট পেয়েছিলেন শাহিন। তারপর থেকেই বয়ে বেড়াচ্ছেন এ যন্ত্রণা। লন্ডনে বেশ কয়েকমাসের পুনর্বাসন শেষে বিশ্বকাপ দিয়েই দলে ফিরেছিলেন। প্রত্যাশা ছিল ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলতে পারবেন। তবে সেই আশায় গুড়েবালি। 

এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে শাহিন নিজের স্পেশ শেষ করতে পারলে ফলাফল অন্যরকম হতে পারতো বলে মত অনেকের। এমনকি পাক অধিনায়ক বাবর আজমও বলেছেন, ‘আমাদের বোলিং বিশ্বের সেরা আক্রমণগুলোর একটি। আমরা যেভাবে প্রথম ৬ ওভার শুরু করেছিলাম...কিন্তু দুর্ভাগ্যবশত শাহিন ইনজুরিতে পড়ে গেল। নইলে ভিন্ন ফল হতেও পারত। তবে এটি খেলারই অংশ।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]