রাজশাহীতে ১০৭ গ্রাম হেরোইন বহনে যাবজ্জীবন কারাদন্ড


কোর্ট প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 15-11-2022

রাজশাহীতে ১০৭ গ্রাম হেরোইন বহনে যাবজ্জীবন কারাদন্ড

রাজশাহীতে ১০৭ গ্রাম হেরোইন বহনের দায়ে সুলতান আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদ- দিয়েছে রাজশাহীর জননিরাপত্তা বিঘœকারী অপরাপ দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে আদালতে বিচারক জিয়া উদ্দিন মাহমুদ এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর গ্রামের বাইদুল হকের ছেলে সুলতানের।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু জানান, ২০১৪ সালের ৮ ডিসেম্বর রাজশাহীর গোড়াদাড়ী উপজেলার কদম শহর এলাকা থেকে ১০৭ গ্রাম হেরোইনসহ সুলতান আলীকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ওই ঘটনায় দায়ের করা মামলার রায় আজ ঘোষণা করা হয়। বিচারক জিয়া উদ্দিন মাহমুদ আসামীর যাবজ্জীবন কারাদ- দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]