রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 28-11-2022

রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

রাজশাহী শিক্ষাবোর্ডে এবারের এসএসসির ফলাফলে পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। 

জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে ৮ দশমিক ৮৩ শতাংশ। আর জিপিএ-৫ বেড়েছে ১৪ হাজার ৮০৮টি। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এসএসসির ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান। 

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এসএসসিতে পরীক্ষার্থী কম ছিল। একইসঙ্গে করোনার প্রভাব শিক্ষার্থীদের উপর পড়েছে। শিক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করতে পারেনি। এবার এসএসসিতে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। যা গত বছর ছিল ৯৪ দশমিক ৭১ শতাংশ। সেই হিসেবে পাসের হার কমেছে ৮ দশমিক ৮৩ শতাংশ।

অন্যদিকে ২০২২ সালে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন শিক্ষার্থী। আর ২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিল ২৭ হাজার ৭০৯ জন। সেই হিসেবে এ বছর জিপিএ-৫ বেশি পেয়েছে ১৪ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী। 

প্রসঙ্গত, ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শিক্ষাবোর্ডের ২৭০টি কেন্দ্রে ২ হাজার ৬৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]