বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণ মামলায় ইমামসহ ৩ জন কারাগারে


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 29-11-2022

বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ-ভিডিও ধারণ মামলায় ইমামসহ ৩ জন কারাগারে

বন্ধুর হবু স্ত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারণের মামলায় এক মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক এবং কলেজ ছাত্রকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে গত রবিবার ৩ জনকে গ্রেফতার করে নগরীর বিমানবন্দর থানা পুলিশ।  

অভিযুক্ত আসামিরা হলো, বরিশাল নগরীর রূপাতলী উকিল বাড়ি সড়কের জামিয়া কাশিমিয়া মাদরাসার শিক্ষক আবিদ হাসান রাজু, বাবুগঞ্জ উপজেলার গাঙ্গুলি বাড়ির মোড় বাইতুল মামুর জামে মসজিদের ইমাম আবু সাইম হাওলাদার এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র হৃদয় ফকির। আসামিরা আগে একই বাসায় ভাড়া থাকতো। ঘটনার সময়ে আসামিরা পরস্পর যোগসাজসে একই বাসায় মিলিত হয়ে এই অপরাধ করে বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

নির্যাতিত তরুণী বরিশাল বিমানবন্দর থানার পাংশা এলাকার একটি দাখিল মাদরাসা থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার সাথে একই এলাকার মাহফুজুর রহমান সায়মনের প্রেমের সর্ম্পক রয়েছে। এর সূত্র ধরে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা চলছিলো। বিষয়টি সায়মনের বন্ধু আবিদ হাসান রাজু, সাইম এবং হৃদয় ফকির জানতো। 

গত ২০ আগস্ট হৃদয় ফকির ওই ছাত্রীর মুঠোফোনে কল দিয়ে বলেন, সায়মনের সাথে অন্য নারীদের সম্পর্ক রয়েছে। গত ২৭ আগস্ট বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের শের-ই বাংলা সড়কের ডা. আব্দুল হামিদ লেনে হৃদয় ফকিরের ভাড়া বাসায় সায়মন অন্য মেয়ে নিয়ে যাবে বলে ওই ছাত্রীকে জানায়। বিষয়টি হাতেনাতে ধরতে গত ২৭ আগস্ট সকালে ওই ছাত্রী হৃদয়ের ভাড়া বাসায় যায়। এ সময় সেখানে উপস্থিত আবিদ হাসান রাজু, সাইম এবং হৃদয় ফকির ওই ছাত্রীকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ এবং ধর্ষণের ভিডিও চিত্র মুঠোফোনে ধারণ করে। ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ওই ছাত্রীকে একাধিক বার ধর্ষণ করে তারা। এক পর্যায়ে তারা ওই ছাত্রীর কাছে অর্থ দাবি করে। ওই ছাত্রী অর্থ দিতে অপারগতার কথা জানালে অভিযুক্তরা তাদের ধর্ষণের ভিডিও হবু বর সায়মনের বাবাকে দেখায়। বিষয়টি জানাজানি হলে গত রবিবার বিমানবন্দর থানায় মামলা করেন নির্যাতিত ছাত্রীর মা। এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবি করেন তিনি। 

এদিকে মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

নগরীর বিমান বন্দর থানার ওসি হেলাল উদ্দিন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তদের গ্রেফতার এবং তাদের মুঠোফোন জব্দ করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]