আফগানিস্তানে স্কুলে বোমা হামলা, নিহত ১৫


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-11-2022

আফগানিস্তানে স্কুলে বোমা হামলা, নিহত ১৫

আফগানিস্তানের উত্তরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়, ফেডারেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল নাফি তাকোর বলেন, সামাঙ্গনের রাজধানী আইবাকের একটি স্কুলে বিস্ফোরণটি ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনার কারণ এখনো জানা যায়নি এবং এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

উত্তরে আইবাকের একজন ডাক্তার বলেছেন, রাজধানী কাবুল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে, নিহতদের বেশিরভাগই যুবক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে বলেন, “মৃতদের তারা সবাই শিশু ও সাধারণ মানুষ।”

এদিকে, গত বছর দেশটি দখল করার পর থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটিকে সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে বলে দাবি করছে তালেবান।তবে সাম্প্রতিক সময়ে মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে বেশ কয়েকটি হামলা হয়েছে আফগানিস্তানে। যার মধ্যে কয়েকটি হামলার দায় স্বীকার করে নিয়েছে আইএসআইএল (আইএসআইএস)।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]