দ্রুত ইউক্রেন ছাড়তে মার্কিনদের পরামর্শ বাইডেনের


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 11-02-2022

দ্রুত ইউক্রেন ছাড়তে মার্কিনদের পরামর্শ বাইডেনের

ইউক্রেন নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। বাইডেনের কথায়, ইউক্রেনে বসবাসকারী আমেরিকার নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। হঠাৎ কেন এ কথা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট?

এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বক্তব্যে তৈরি হলো নতুন চাঞ্চল্য। কূটনৈতিক মহলের একাংশের প্রশ্ন, আরও ঘোলাটে হলো যুদ্ধের পরিস্থিতি?

বৃহস্পতিবার (১০ফেব্রুয়ারি) আমেরিকার প্রেসিডেন্ট এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আমেরিকানদের ইউক্রেন ছেড়ে বেরিয়ে আসা উচিত। বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি আমরা। এটা একেবারেই ভিন্ন পরিস্থিতি। যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে পরিস্থিতি। তাই ইউক্রেনে বসবাসকারী আমেরিকানদের সে দেশ ত্যাগ করাই শ্রেয়।

তবে বাইডেন পরিষ্কার করে দিয়েছেন যে, কোনোভাবেই ইউক্রেনে সেনা পাঠাবে না আমেরিকা। সেটা যদি রাশিয়ার আক্রমণের পর সে দেশে বসবাসকারী আমেরিকানদের উদ্ধারের জন্যও দরকার হয়, তাও নয়। আমেরিকার প্রেসিডেন্টের ব্যাখ্যা, যদি আমেরিকা ও রুশ সৈন্য একে অপরকে গুলি ছুড়তে শুরু করে, তবে আমরা এক ভিন্ন পৃথিবী দেখব। একে তিনি আর এক বিশ্বযুদ্ধ বলেও মন্তব্য করেন সাক্ষাৎকারে।

ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় দেড় লাখ সেনা পাঠানোর পর শুরু হয়েছে আর এক ‘ঠান্ডা যুদ্ধ’। প্রথমে আলোচনার মাধ্যমে দুই পক্ষ এ পরিস্থিতি মিটিয়ে ফেলার কথা বললেও রুশ সেনা বাহিনী এখনও পিছু না হঠায় হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানাচ্ছেন, ইউক্রেন আক্রমণের কোনো পরিকল্পনা তাদের নেই। তা হলে এত সেনা টহল কেন? এ প্রশ্নের অবশ্য পরিষ্কার উত্তর দেননি তিনি। ফলে ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া ও আমেরিকাসহ পশ্চিমের দেশগুলোর মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে।

বাইডেন হুঁশিয়ারির সুরে জানাচ্ছেন, তিনি আশা করছেন, পুতিন হয়তো এতটাও বোকামি করবেন না যেখানে আমেরিকার নাগরিকদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে। যদিও এর পরিপ্রেক্ষিতে মস্কোর কোনো প্রতিক্রিয়া মেলেনি। সূত্র: বিবিসি

রাজশাহীর সময় / এম জি


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]