উপকারীর কৃতজ্ঞতা প্রকাশে দোয়া


ধর্ম ডেস্ক: , আপডেট করা হয়েছে : 17-12-2022

উপকারীর কৃতজ্ঞতা প্রকাশে দোয়া

মুমিন কাউকে উপকরার করলে কখনোই তার থেকে কৃতজ্ঞতা বা প্রতিদানের আশা করে না। পক্ষান্তরে উপকৃত মুমিনের দায়িত্ব হচ্ছে উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ করা, তার প্রশংসা করা, তার উপকারের কথা অকপটে স্বীকার করা এবং তার জন্য দোয়া করা। হাদিসে পাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমনটি বলেছেন এবং একটি দোয়া উল্লেখ করেছেন। উপকারীর জন্য সে দোয়াটি কী?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেউ কারো উপকার করলে সে যদি উপকারীকে এই কথা বলে কৃতজ্ঞতা জানায় তাহলে তা সর্বোত্তম প্রশংসা করা হবে।' কথা টি হলো-

হজরত উসামা ইবনু যাইদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কাউকে অনুগ্রহ করা হলে সে যদি অনুগ্রহকারীকে বলে-

جَزَاكَ اللَّهُ خَيْرًا

উচ্চারণ : ‘ঝাযা-কাল্লা-হু খাইরান।’

অর্থ : ‘তোমাকে আল্লাহ তাআলা কল্যাণকর প্রতিদান দিন’

তবে সে উপযুক্ত ও পরিপূর্ণ প্রশংসা করলো।’ (তিরমিজি ২০৩৫)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব সময় মুমিন মুসলমানের উপকারে দোয়াটি বেশি বেশি করে পরিপূর্ণ প্রশংসা করার তাওফিক দান করুন। আমিন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]