মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা!


দুর্গাপুর প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 03-01-2023

মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা!

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তাঁকে পুলিশে দিয়েছেন বাবা। সোমবার ২ (জানুয়ারী)  রাত সাড়ে আটটায় ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের কারাদণ্ড দিয়ে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা। কারাদণ্ডাদেশপ্রাপ্ত মাইনুর (২২) বাড়ি উপজেলার ঝালুকা ইউনিয়নের সাইবাড় গ্রামে।

মাইনুরের পারিবারিক সূত্রে জানা গেছে, চার বছর ধরে তিনি মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই ঘর থেকে বিভিন্ন জিনিস চুরি করে বিক্রি করতেন। এতে বাধা দিলে মা-বাবাকে প্রায়ই মারধর করতেন মাইনুর। মাদকাসক্ত ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সোমবার সকাল ১০টার দিকে বাবা লালু শাহ ছেলেকে দুর্গাপুর থানায় নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দেন। পরে রাত সাড়ে আটটার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেন ইউএনও। এ সময় দুর্গাপুর থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) , বাবা লালু শাহ্ ও তাঁর বড় ভাই রিপনসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

লালু শাহ বলেন, ‘২০১৪ সালে মাইনুল অষ্টম শ্রেনী পাস করে। বন্ধুদের পাল্লায় পড়ে একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়ে। নেশার টাকা জোগাড় করতে চুরি করে বাড়ির আসবাবসহ ছোটখাটো জিনিসপত্র বিক্রি করতে থাকে। এতে বাধা দিলে বাড়ির লোকজনকে সে প্রায়ই মারধর করত। তাকে অনেকবার বোঝানো হয়েছে, কিন্তু সে শোধরায়নি। তাই বাধ্য হয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’

ইউএনও মো. সোহেল রানা বলেন, মাদকাসক্ত প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাইনুলকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]