সম্মানজনক বিদায়ের আশা দেখেন না মাশরাফী


ক্রীড়া ডেস্ক: , আপডেট করা হয়েছে : 26-01-2023

সম্মানজনক বিদায়ের আশা দেখেন না মাশরাফী

তিন বছর ধরে জাতীয় দলের বাইরে দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দল থেকে অবসর না নিলেও এখনও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছেন ম্যাশ।

চলতি বিপিএলেও দারুণ ফর্মে রয়েছেন ম্যাশ। ‘বুড়ো হাড়ে ভেলকি’ দেখিয়ে বল হাতে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে দেশীয় বোলারদের মধ্যে সবার ওপরে আছেন নড়াইল এক্সপ্রেস। এদিকে, এখনও অবসরে না যাওয়া সাবেক এই অধিনায়ককে যেন সম্মানজনক বিদায় দেয়া হয় এমন প্রত্যাশা ক্রিকেট সমর্থক থেকে শুরু করে সবার।

তবে বাংলাদেশ ক্রিকেটের বড় বদনাম যে, তারকা ক্রিকেটাররা মাঠ থেকে বিদায় নিতে পারেন না। ক্যারিয়ার সায়াহ্নে থাকা মাশরাফীর ক্ষেত্রে কি ঘটবে? মাশরাফীর এক সময়ের সতীর্থ ও বর্তমানে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পালন করা আব্দুর রাজ্জাক সম্প্রতি গণমাধ্যমকে এ বিষয়ে বলেন, 'এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। এসব স্পেশাল ডিসিশন। যদি বোর্ড এই সিদ্ধান্ত নেয়, আমাদের কোনো আপত্তি নেই এই ব্যাপারে। আমরা চাই খেলোয়াড়রা মাঠ থেকে বিদায় নিক। দেখতেও ভালো লাগবে, মানুষও খুশি হবে। তবে এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত।'

এদিকে, মাশরাফীও এবার নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন। বিপিএল ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের এই নেতা জানান, নিজের ব্যাপারে কোনো আশা নেই। তবে এও জানালেন, প্রতিটা খেলোয়াড় বিশেষ করে সাকিবদের যেন সম্মানজনক বিদায় দেয়া হয়।

মাশরাফী বলেন, ‘আমি মনে করি এটা (সম্মানজনক বিদায়) হওয়া উচিত। প্রতিটি খেলোয়াড় বিশেষ করে সাকিবসহ এখন যারা আছে। আমি আমারটা বলতে পারবো না কারণ আমি অনেকদিন আগেই সেটা ছেড়ে এসেছি। আই হ্যাভ নো এক্সপেক্টেশন।’

আবেগপ্রবণ হয়ে ম্যাশ বলেন, ‘আমি আপনাদের এখানে বলে গিয়েছিলাম যে, আমি যখন ক্রিকেট খেলা শুরু করি তখন কিন্তু জাতীয় দলে খেলবো বলে আশা করিনি। বাসা থেকে চাপ ছিল যে তুমি পড়ালেখা করো, কিন্তু আমি ক্রিকেটটাকে বেছে নিয়েছি। তখন কিন্তু এত অর্থ গাড়ি বাড়ি আমার কিছুই ছিল না। সুতরাং ক্রিকেট দিয়েই কিন্তু আমার জীবনে সবকিছু হয়েছে। একটা পর্যায়ে ক্রিকেট আমার শুধু প্যাশন থেকে প্রফেশন হয়েছে। ক্রিকেট নিয়ে আমার প্যাশনটা এমন পর্যায়ে গিয়েছে যে একটা পর্যায়ে আমাকে অর্থ না দিলেও আমি ক্রিকেট খেলতাম। যেটা আপনাদের এখানে বারবার বলেছি। এমন কোনো অর্থ আমি ক্রিকেট থেকে এখন পাই না। সে অর্থে এখন এটা আমার প্রফেশন না। এটা প্যাশন।’

ম্যাশ বলেন, ‘আমি যখন ক্লাস সিক্স সেভেন কিংবা এইটে পড়ি এমনকী যখন ক্রিকেটের ওই ইমেজটা ছিল না তখন থেকেই এই স্পোর্টসটাকে আমি ভালোবেসেছি। বিশেষ করে এই স্পোর্টসের প্রতি আমার যে ভালোবাসা আছে অন্য আরেকজন ক্রিকেটারেরও তাই আছে। তবে অন্যদেরটা হয়তো বলতে পারবো না। তবে আমারটা বলতে পারবো। আমি ক্রিকেটটা খেলেছি কারণ আমি এটাকে ভালোবেসেছি এবং এখনও বাসি তাই খেলি।’

বাইশগজে খেলে গেলেও কোনো প্রত্যাশা নেই বলেও জানালেন ম্যাশ। তিনি বলেন, ‘আমি কোনো এক্সপেক্টেশন (প্রত্যাশা) নিয়ে যেমন আসিনি, যেতেও চাইনি। তিন বছর আগেও কিন্তু কোনো প্রত্যাশা নিয়ে আমি এখান থেকে যাইনি। এ নিয়ে কোনো রাগ, ক্ষোভ, কিছুই নেই। কেবল বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]