যেসব শর্তে নামাজের জামাত ওয়াজিব


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-02-2023

যেসব শর্তে নামাজের জামাত ওয়াজিব

জামাত বন্দি হয়ে নামাজ আদায় করার গুরুত্ব অত্যধিক। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছন, জামাতে নামাজ পড়া একাকি নামাজ পড়া থেকে ২৫গুণ সওযাব বেশি। জামাতের সঙ্গে নামাজ আদায় করা ওয়াজিবও বটে। জামাতে নামাজ আদায় ওয়াজিব হওয়ার ক্ষেত্রে রয়েছে কিছু শর্ত। যা এখানে তুলে ধরা হলো-

১. প্রাপ্ত বয়স্ক হওয়া। যার উপর নামাজ ফরজ হয়েছে সে ব্যক্তির জন্য জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। অপ্রাপ্ত বয়স্কদের উপর জামাত ওয়াজিব নয়।

২. পুরুষের জন্য জামাতে নামাজ আদায় করা ওয়াজিব। নারীর জন্য জামাতে নামাজ আদায় করা ওয়াজিব নয়।

৩. সুস্থ মস্তিষ্কের অধিকারী, জ্ঞানবান হওয়া আবশ্যক। অজ্ঞান, পাগল বা নেশাগ্রস্তদের জন্য জামাত ওয়াজিব নয়।

৪. যে সব ওজর-আপত্তির জন্য জামাত ছেড়ে দেয়ার অনুমতি রয়েছে, সে সব ওজর-আপত্তি না থাকা। (বুখারি)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জামাতের সহিত নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]