কক্সবাজারে বাসা থেকে নারী এনজিও কর্মীর লাশ উদ্ধার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 03-02-2023

কক্সবাজারে বাসা থেকে নারী এনজিও কর্মীর লাশ উদ্ধার

কক্সবাজারে একটি ভাড়া বাসা থেকে নিশাত আহমেদ (২৫) নামে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম বাহারছড়া এলাকার ওই বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিশাত আহমেদের গ্রামের বাড়ি চকরিয়ার ডুলাহাজারায়। তিনি আন্তর্জাতিক একটি এনজিও সংস্থায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। শহরের পশ্চিম বাহারছড়া এলাকার গফুর সওদাগরের বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

বাড়ির মালিক গফুর সওদাগর গণমাধ্যমে জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে তার মেয়েরা বাসার দ্বিতীয় তলায় নিশাতের রুমের দিকে যায়। পরে তার রুমের দরজা ধাক্কা দিলে খুলে যায়। এ সময় তার মেয়েরা নিশাতের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। এরপর ৯৯৯ নম্বরে কল করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]