রাজশাহীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সভা


মঈন উদ্দিন , আপডেট করা হয়েছে : 05-02-2023

রাজশাহীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও সভা

রাজশাহীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব)।

রোববার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর গণকপাড়া এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভা থেকে বক্তারা, রাজশাহী সপুরা বিসিক এলাকায় মডার্ণ ফুড ইন্ডাস্ট্রির মালিক আব্দুল্লাহ ও তার শ্বশুর সুমনসহ দুইজন সহযোগি কর্তৃক নির্মাণ শ্রমিক আতাউর রহমান ও রাকিবুল ইসলাম রাজকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানান এবং হত্যাকারীদের বিচার দাবি করেন। এসময় ইনসাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) টাকা চুরির সন্দেহে রাজশাহীতে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় বোয়ালিয়া থানায় নিহত এক শ্রমিকের স্ত্রী চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পরে পুলিশ সে রাতেই বাড়ির মালিক আব্দুল্লাহসহ চারজনকে গ্রেপ্তার করে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]