রাজশাহী বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন, চেয়ারম্যান


নিজস্ব প্রতিবেদক: , আপডেট করা হয়েছে : 08-02-2023

রাজশাহী বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন, চেয়ারম্যান

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমান এইচএসসি পরীক্ষার ফলাফল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী দিপু মনি।

এদিকে, এবার রাজশাহী শিক্ষণাবোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। 

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। মোট পাসের হার ৮৫দশমিক ৯৫ শতাংশ। এতে এবার রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার গিয়েছে দাঁড়িয়েছে ৮১ দশমিক ৬০ শতাংশ।

এবার (২০২২) রাজশাহী শিক্ষাবোর্ডেও অধিনে এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ৪শ’ ২৩ জন। উপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭শ’জন।

এরমধ্যে ছাত্র সংখ্যা ৬৮ হাজার ৩৬ জন এবং ছাত্রীর সংখ্যা ৬০ হাজার ৯৮৯ জন।

২০১ টি কেন্দ্রে ৭৫২ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৩৪ হাজার ৬১১ জন শিক্ষার্থীর। এছাড়া মানবিক বিভাগে ৮০ হাজার ৯৬৪ জন ও বাণিজ্য বিভাগে ১৩ হাজার ৩৮৭ জন পরীক্ষায় বসছে।

এবার (২০২২) নিয়মিত ছাত্র ৬৫ হাজার ৫৮৯ জন ও ছাত্রী ৫৯ হাজার ৩২৬ জন। এছাড়া অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯৫৪ জন। এরমধ্যে ছাত্র ২ হাজার ৩৭৫ ও ছাত্রী ১ হাজার ৫৭৯ জন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]