ময়মনসিংহে থানার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল এসআইয়ের মরদেহ


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-02-2023

ময়মনসিংহে থানার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল এসআইয়ের মরদেহ

ময়মনসিংহের ভালুকা মডেল থানার ব্যারাক থেকে এক উপপরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে ব্যারাকের দ্বিতীয় তলা থেকে ওই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত উপপরিদর্শকের নাম হুমায়ুন কবীর (৪২)। তিনি টাঙ্গাইলের মধুপুর থানার মালাউড়ি গ্রামের প্রয়াত আব্দুল মান্নানের ছেলে। তবে পুলিশের ধারণা, আত্মহত্যা করে থাকতে পারেন হুমায়ূন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ভালুকা মডেল থানার দ্বিতীয় তলার একটি কক্ষে গলায় রশি পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় এসআই হুমায়ুন কবীরের মরদেহ। খবর পেয়ে ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার আবু রায়হান, গোয়েন্দা শাখার (ডিবি) ওসি সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করলে তাদের উপস্থিতিতে নিহত পুলিশ কর্মকর্তার মরদেহ নামানো হয়।

হুমায়ন কবির ২০০০ সালে কন্সস্টেবল পদে পুলিশে যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে সহকারী উপপরিদর্শক (এসআই) পদে যোগ দিয়ে ভালুকা মডেল থানায় যোগদান করেন। কিছু দিন পর অন্যত্র বদলি হন তিনি। গত ছয় মাস আগে আবার ভালুকায় যোগদান করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, হুমায়ুন কবীর বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। সর্বশেষ ২৮ দিনের ছুটি শেষে গত মাসের ৭ তারিখ তিনি থানায় যোগদান করেন।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]