রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে পিঠামেলা উৎসব অনুষ্ঠিত


শেখ মোঃ রুমেল ও পারভেজ : , আপডেট করা হয়েছে : 11-02-2023

রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে পিঠামেলা উৎসব অনুষ্ঠিত

প্রতিবছরের ন্যায় এবারেও রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলার ঐতিহ্য পৌষ-পার্বণ পিঠামেলা ২০২৩ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজশাহীর এ.এন.এম মঈনুল ইসলাম। 

আরও উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ও রাজশাহী উইমেন চেম্বারের সভাপতি, সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।  মেলায় ১৯টি ষ্টলের উদ্যোক্তারা তাদের নৈপুন্য পিঠার সমাহার নিয়ে এই উৎসবকে মুখরিত করেছেন।

রয়েছে রানী পিঠা, ডিম সুন্দরী, চিতাই পিঠা, কুশলী, মালপোয়া, হুদয় হরণ, দুধপুলি, মুগ ডালের নকশী পিঠা, হাওয়াই পিঠা, লবঙ্গ লতিকা, বকুল পিঠা, ধুপি, পাটিসাপ্টা, দুধচিতাই, পাকন, গোলাপ, কালাই পিঠা, মাওয়া, ঝিনুক, জামাই পিঠা, হলুদ গাদা, পান পিঠা, তিল পিঠা, পাহাড়ী পিঠা, জিলাপী পিঠা, শামুক পিঠা, মনচুরা পিঠা ইত্যাদি।

রাজশাহী উইমেন চেম্বারের সভাপতি বলেন, মেলায় এ পর্যন্ত ৬৫ ধরনের পিঠা উপস্থিত হয়েছে। 

১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। এদিন বিকেল ৫ টায় পিঠামেলায় সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা স্মারক ও সনদ প্রদান করা হবে জানান তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]