নাইজারে সন্ত্রাসী হামলায় ১০ সেনা নিহত


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 12-02-2023

নাইজারে সন্ত্রাসী হামলায় ১০ সেনা নিহত

মালি সীমান্তবর্তী নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একদল সশস্ত্র সন্ত্রাসীর অতর্কিত হামলায় কমপক্ষে ১০ সেনা নিহত হয়েছেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবারের (১০ ফেব্রুয়ারি) ওই হামলায় এখনও ১৬ জন নিখোঁজ ও ১৩ সেনা আহত থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে। সৈন্যরা বানিবাঙ্গাউ বিভাগের উত্তরাঞ্চলে টহল দেয়ার সময় একদল সশস্ত্র সন্ত্রাসীর অতর্কিত হামলার শিকার হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, লড়াইয়ে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন, তবে কতজন তা সুনির্দিষ্ট করে বলা হয়নি।

জিহাদি বিদ্রোহের শিকার দুটি দেশ বুরকিনা ফাসো ও মালির মধ্যবর্তী নাইজারের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চল টিলাবেরিতে হামলাটি ঘটে। অঞ্চলটি ২০১৭ সাল থেকে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত সশস্ত্র গোষ্ঠীগুলোর বারবার হামলার সম্মুখীন হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]