খানাখন্দে ভরা নতুন ঝকঝকে-তকতকে রাস্তা নগরবাসীকে উপহার দিচ্ছেন , রাসিক মেয়র


আবু হেনা : , আপডেট করা হয়েছে : 16-02-2022

খানাখন্দে ভরা নতুন ঝকঝকে-তকতকে রাস্তা নগরবাসীকে উপহার দিচ্ছেন , রাসিক মেয়র

রাজশাহী মহানগরীতে একের পর এক রাস্তা প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। খানাখন্দে ভরা দুর্ভোগের সড়কগুলো হচ্ছে নতুন ঝকঝকে-তকতকে। সড়কের পাশে ড্রেন ও ফুটপাতও নির্মাণ করা হচ্ছে। মহানগরীর চলমান এসব উন্নয়ন কাজ পরিদর্শন ও নিয়মিত তদারকি করছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বুধবার দুপুরে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সাগরপাড়া বটতলা মোড় হতে টিকাপাড়া মসজিদ পর্যন্ত চলমান রাস্তা কার্পেটিং ও ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ২২ কোটি টাকার প্যাকেজের আওতায় ৫টি ওয়ার্ডে ২০, ২১, ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের আওতায় ৫শ ৫০ মিটার রাস্তা ও ৫শ ৫০ মিটার ফুটপাত নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এরপর বাবর আলী সড়ক হয়ে তালাইমারী মোড় পর্যন্ত সড়ক কার্পেটিং রাস্তা নির্মাণ ও জুবেরের পুরাতন বাসা হতে তালাইমারী সড়ক শহীদ মিনার মোড় পর্যন্ত রাস্তা সিসি রাস্তা, ড্রেন, কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় ২৫টি স্কিমের কাজ চলমান রয়েছে। পরে ২৪নং ওয়ার্ডে গাজী সালাউদ্দিন সড়ক, কেদুর মোড় বউ বাজার এলাকায় টার্সিয়ারি ড্রেন নির্মাণ কাজ পরির্দশন করেছেন মেয়র।

পরিদর্শনকালে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, রাসিকের প্রধান প্রকৌশলী শরিফুল হক, প্রকল্প পরিচালক ও রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, নির্বাহী প্রকৌশলী শামসুদ্দিন হায়দার, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, সহকারী প্রকৌশলী মোঃ আসিফুল হাবিব, উপ-সহকারী প্রকৌশলী  পারভেজ মোশাররফ, ইউসুফ আলী, মেহেদি হাসান, রাজপাড়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাচ্চু ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফিরোজ কবির মুক্তা প্রমুখ উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]