টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে অ্যান্ডারসন


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-02-2023

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে অ্যান্ডারসন

বয়স ৪০ পেরিয়েছে। তবে এখনও ভাটা পড়েনি জেমস অ্যান্ডারসনের পারফরম্যান্সে। তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে ইংল্যান্ডের টেস্ট দলে দাপটের সঙ্গেই টিকে রয়েছেন ডানহাতি এই পেসার। সাম্প্রতিক সময়ের ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন অ্যান্ডারসন। প্যাট কামিন্সের ৪ বছরের রাজত্ব থামিয়ে আইসিসির টেস্ট বোলারদের র্যাংঙ্কিয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি। বুধবার র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।

ইংল্যান্ডের জার্সিতে ১৭৮ টেস্টে ৬৮২ উইকেট অ্যান্ডারসনের। সাদা পোশাকের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারি পেসার তিনি। ৮০০ উইকেট নিয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেটের মালিক লঙ্কানদের সাবেক স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে তার পরের স্থানে আছেন প্রয়াত অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন।

৮৬৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষের অ্যান্ডারসনের পরে দুইয়ে উঠে এসেছেন রবীচন্দ্রন আশ্বিন। ভারতীয় অফস্পিনারের রেটিং পয়েন্ট ৮৬৪। অলরাউন্ডারদের র্যাংঙ্কিয়ে শীর্ষ আরও মজবুত করেছেন রবীন্দ্র জাদেজা। তার সতীর্থ আশ্বিন রয়েছেন দুইয়ে। তালিকায় দুই ধাপ এগিয়ে পাঁচে এসেছেন অক্ষর প্যাটেল। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন তিনে। ব্যাটারদের র্যাংঙ্কিয়ে শীর্ষ দশে আসেনি পরিবর্তন। এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা টম ব্লান্ডেল এখন ১১তম স্থানে। ১৩৮ রানের ইনিংস খেলে ৪ ধাপ এগিয়েছেন। ডেভন কনওয়ে ৫ ধাপ এগিয়ে ১৭তে। নিউজিল্যান্ডের এ দুই ব্যাটারেরই এটি ক্যারিয়ারসেরা অবস্থান।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]