দুদকের ‘চামড়া ছিঁড়ে ফেলতে চাইলেন’ এমপি, যা বললেন হাইকোর্ট


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 23-02-2023

দুদকের ‘চামড়া ছিঁড়ে ফেলতে চাইলেন’ এমপি, যা বললেন হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চামড়া ছিঁড়ে ফেলার হুমকি দিয়ে চট্টগ্রাম-২ আসনের এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি যে বক্তব্য দিয়েছেন, তা ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে নজরে আনলে এ মন্তব্য করেন আদালত।

হাইকোর্ট বলেন, ‘আমরা সকলেই অসহিষ্ণু হয়ে পড়ছি।’ সবাইকে ধৈর্য্য ধরতে বলেন উচ্চ আদালত। বললেন, ‘আমাদের যে ধরনের সভ্য হওয়া দরকার তা হতে পারিনি।’

এ সময় আদালতকে দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলেন, ‘আপনারা তার কাছে ব্যাখ্যা চান।’

হাইকোর্ট বললেন, ‘যেহেতু মামলা হয়েছে এটা নিয়ে দুদকই কাজ করুক।’

সাম্প্রতিক সময়ে মাইজভান্ডারির দুই ছেলের বিরুদ্ধে মামলা করে দুদক। তা নিয়ে ‘দুদকের চামড়া ছিঁড়ে ফেলতে চান’ তিনি। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]