একজন মানুষ সারা জীবনে গড়ে ৪১৬ দিন সময় কাটায় বাথরুমে


অনলাইন ডেস্ক : , আপডেট করা হয়েছে : 28-02-2023

একজন মানুষ সারা জীবনে গড়ে ৪১৬ দিন সময় কাটায় বাথরুমে

একজন মানুষ সারা জীবনে কতটা সময় বাথরুমে কাটায়–এই প্রশ্ন কি কখনো মনে হয়েছে? হলেও হয়ে থাকতে পারে। তবে বিষয়টি খুঁজে পেতে রীতিমতো গবেষণা করেছে ব্রিটিশ গৃহস্থালি সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান বিঅ্যান্ডকিউ। তাদের গবেষণার ফলাফলও চমকপ্রদ। গবেষণা বলছে, একজন মানুষ সারা জীবনে গড়ে ৪১৬ দিন সময় কাটিয়ে দেন বাথরুমে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে প্রাপ্তবয়স্করা দিনের কতটা সময় কী কাজে ব্যয় করেন—তা জানতে এক জরিপ চালায় বিঅ্যান্ডকিউ। জরিপের ফলাফলে দেখা যায়, প্রাপ্তবয়স্করা গড়ে জীবনের ৪১৬ দিনই বাথরুমে কাটিয়ে দেন। এই সময় ব্যয় হয় মূলত গোসল, ময়েশ্চারাইজিং, শেভ, এমনকি ই-মেইল, সংবাদপত্র এবং বই পড়ায়।

জরিপে মোট ২ হাজার প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী অংশগ্রহণ করেন। ফলাফল থেকে দেখা যায়, পুরুষরা বাড়ির বাথরুমে গড়ে ৩৭৩ দিন কাটান, যা দিনে প্রায় ২৩ মিনিট। অন্যদিকে, নারীরা মোট ৪৫৬ দিন বাথরুমে কাটান, যা প্রতিদিনের হিসাবে প্রায় ২৯ মিনিট।

সমীক্ষায় আরও দেখা গেছে, বেশির ভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তিগত বাথরুম চান। ১০ জনের মধ্যে ৭ জন প্রাপ্তবয়স্ক এক বা একাধিক ব্যক্তির সঙ্গে বাথরুম শেয়ার করাকে ‘হতাশাজনক’ অভিজ্ঞতা বলে আখ্যা দেন। ১৭ শতাংশ প্রাপ্তবয়স্ক জানান, অন্য কেউ তাদের বাথরুম ব্যবহার করুক সেটা তারা একেবারেই পছন্দ করেন না।

বাথরুমের ভেতর কোন বিষয়টি সবচেয়ে বেশি বিরক্তিকর লাগে—এমন প্রশ্নের জবাবে উত্তরদাতাদের এক-তৃতীয়াংশ জানান, তারা বাথরুমে টয়লেট পেপার ফুরিয়ে যাওয়ার ভয় পান। এক-পঞ্চমাংশ জানান, বাথরুমের মেঝেতে চুল খুঁজে পাওয়াকে একদম অপছন্দ করেন তারা। উত্তরদাতাদের ২৯ শতাংশ জানান, তাদের বাথরুম নিয়ে বেশির ভাগ হতাশার কারণ হন তাদের প্রেমিক বা স্বামী। কারণ, তারা বাথরুমে সবচেয়ে বেশি অসতর্ক থাকেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]