রিজভীর মুক্তির দাবিতে রাবি ছাত্রদলের সমাবেশ


আল্-মারুফ, রাবি প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 02-03-2023

রিজভীর মুক্তির দাবিতে রাবি ছাত্রদলের সমাবেশ

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও রাকসুর সাবেক ভিপি রুহুল কবির রিজভী আহমেদের মুক্তির দাবিতে ছাত্র সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। এসময় রিজভী আহমেদের মুক্তির জন্য সরকারের কাছে আহ্বান জানান উপস্থিত নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ সমাবেশ কর্মসূচি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান মিঠু ও শাকিলুর রহমান সোহাগের সঞ্চালনায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা নেতৃত্বকে এভাবে দাবিয়ে রাখা যাবে না। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিয়েছেন, শিক্ষার্থীদের পাশে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কাজ করে গেছেন। উনি উনার রাজনৈতিক জ্ঞান দেখিয়ে দিয়েছেন। কিন্তু এ বিশ্ববিদ্যালয়ে আর গণতন্ত্র নেই। বিশ্ববিদ্যালয় নয় শুধু কোথাও গণতন্ত্র নেই।’ এছাড়া দেশ ও সরকারের নানা দিক নিয়ে সমালোচনা করেন তিনি।

রাজশাহী মহানগরের বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মামুন অর রশিদ বলেন, ‘গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে কথা বলায় রিজভী আহমেদকে জেলে পুড়েছে সরকার। আমরা তার দ্রুত মুক্তি চাই।’

বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, ‘গণতন্ত্রহীনতার চূড়ান্ত পর্যায়ে আমরা অবস্থান করছি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে গিয়ে তাকে (রিজভী আহমেদ) জেলে আটক রেখে নির্যাতন করা হচ্ছে।’ 

বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় যাকে তৈরি করেছে, অসংখ্য মিথ্যা মামলায় তাকে কারাবন্দী করা হয়েছে। এটা মানা যায় না। এ সরকারের কাছে এসব বলে লাভ নাই। আমরা তার সুস্বাস্থ্য কামনা করে মুক্তি চাই।’

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষা ফোরামের সদস্য ড. আব্দুল মতিন, বিএনপিভিত্তিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউট্যাবের সদস্য অধ্যাপক ড. মানুনুর রশিদ, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এনামুল হক, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত-ই-জাহান, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. আতাউর রহমান, অধ্যাপক ড. হাবিবুর রহমান হাবিব, অধ্যাপক ড. জি এম শফিউর রহমান, অধ্যাপক ড. রেজাউল করীম, অধ্যাপক ড. সারোয়ার জাহান লিটন, অধ্যাপক ড. আব্দুস সোবহান হীরা, অধ্যাপক ড. নেসার উদ্দিন, অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. ইফতেখার আলম মাসুদ, অধ্যাপক ড. মতিয়ার রহমান 

উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সর্দার রাশেদ আলী, যুগ্ম আহবায়ক সর্দার জহুরুল ইসলাম, মারুফ হোসেন, এম এ তাহের রহমান, সদস্য আবির হাসান হিমেল, নাফিউল ইসলাম, শেখ নুর উদ্দীন আবীর, জাকির রেদোয়ান, সজীব ওয়াজেদ জয় সহ বিভিন্ন হল ও অনুষদের নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মাহমুন বাবু, মাইনুল ইসলাম মিন্টু, জনি। বোয়ালিয়া থানা সদস্য সচিব রাকিন রায়হান রবিন, ডিগ্রি কলেজ আহ্বায়ক অন্তর, মতিহার থানা যুগ্ম আহ্বায়ক রানা, রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক সহ আরও অনেকে।

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]