সাপ্তাহিক বাংলার বিবেক’ ও রাসিক পরিবহন শাখার খেলোয়াড়দের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ”


সুমাইয়া তাবাসুম : , আপডেট করা হয়েছে : 24-03-2023

সাপ্তাহিক বাংলার বিবেক’ ও রাসিক পরিবহন শাখার খেলোয়াড়দের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ”

“ বঙ্গবন্ধুর ১০৩ তম জন্ম বার্ষিকী উপলক্ষে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ ও রাসিক পরিবহন শাখার খেলোয়াড়দের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত ”

বঙ্গবন্ধুর ১০৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে ‘সাপ্তাহিক বাংলার বিবেক’ পত্রিকার সাংবাদিকবৃন্দ ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিবহন শাখা’র মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৩টায় মহানগরীর রুয়েট মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।  

রাসিক পরিবহন শাখার পক্ষে খেলায় অংশগ্রহণ করেন মোঃ আব্দুল আজিজ মুন্না (অধিনায়ক) সহকারী প্রকৌশলী যান্ত্রিক, পরিবহন শাখা রাসিক, মোঃ ইমতিয়াজ হোসেন সরদার (সহকারী প্রকৌশলী, যান্ত্রিক) পরিবহন শাখা, রাসিক, মোঃ হেলালুজ্জামান সরকার (সহকারী প্রোগ্রামার, রাজস্ব বিভাগ) পরিবহন শাখা, রাসিক, এসএম নাসিম রিয়াদ অনিক (টেকশিয়ান, ইলেকট্রিক্যাল) পরিবহন শাখা, রাসিক, এসএম আসিফ রাজ অন্তর (টেকশিয়ান, ইলেকট্রিক্যাল) পরিবহন শাখা, রাসিক, মোঃ সুরুজ (মেকানিক, অটোমোবাইল) পরিবহন শাখা, রাসিক, মোঃ হাসনাত (এমএলএসএস) পরিবহন শাখা, রাসিক, মোঃ মানিক রাজা (ফোরম্যান,অটোমোবাইল ইঞ্জিরিয়ার), পরিবহন শাখা, রসিক, মোঃ সানওয়ার হোসেন (সহকারী মেকানিক) পরিবহন শাখা, রাসিক, মোঃ আসাদুর রহমান (কম্পিউটার অপারেটর, অডিট শাখা, হিসাব বিভাগ), পরিবহন শাখা, রাসিক, মোঃ তারেক খান (হিসাব সহকারী, হিসাব বিভাগ), পরিবহন শাখা, রাসিক, মোঃ রাহুল খান রণৌ (কম্পিউটার অপারেটর, প্রকৌশল বিভাগ), পরিবহন শাখা, রাসিক, মোঃ হাফিজুর রহমান (কার্য সহকারী, প্রকৌশল বিভাগ), পরিবহন শাখা, রাসিক।

অপরদিকে, সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার পক্ষে খেলায় অংশগ্রহণ করেন প্রকাশক ও সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামান (অধিনায়ক), স্টাফ রিপোর্টার শেখ মোঃ রুমেল, মোঃ পারভেজ ইসলাম, মোঃ মোজম্মেল হক রনি, মোঃ তুহিন উদ্দিন, মোঃ ইব্রাহীম হোসেন সম্রাট, রাতুল সরকার, মোঃ রানা, ফটো সাংবাদিক মোঃ আলাউদ্দিন আলী, মোঃ হৃদয় পারভেজ, মোঃ ইসতিয়াক আহমেদ পল্লব, মোঃ আকতারুজ্জামান বাবুল, মোঃ মিজানুর রহমান টনি, মোঃ আতিকুর রহমান মন্টু, মোঃ আশরাফুল ইসলাম রাহিদ, রুবেল আলীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

টসে জিতে ব্যাটিং নেয় সাপ্তাহিক বাংলার বিবেক এর দল এবং ১৬ ওভারে দলীয়  সংগ্রহ  ১১২ রান। অপর দিকে রাসিক পরিবহন শাখার খেলোয়াড়রা ১৩ ওভার ২বলে ১১৩ রান সংগ্রহ করে বিজয়ী হন।

খেলায় সর্বেোচ্চ রান সংগ্রহ করেন সাংবাদিক মোঃ রানা। তিনি বেস্ট ব্যাটস্ ম্যান হিসেবে পুরস্কার অর্জণ করেন। ৪ ইউকেট নিয়ে বেস্ট বলার হিসেকে পুরস্কার অর্জণ করেন মোঃ সূরুজ। খেলায় ম্যান অবদ্যা ম্যাচের খেতাব অর্জণ করেছেন মোঃ আসাদুর রহমান। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]