নানা আয়োজনে রাবিতে ভাষা শহীদদের স্মরণ


রাবি প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 21-02-2022

নানা আয়োজনে রাবিতে ভাষা শহীদদের স্মরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে প্রশাসন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক ড. মো সুলতান- উল- ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল আলম, প্রগতিশীল শিক্ষক সমাজের সদস্য অধ্যাপক ড. মো. এক্রাম উল্লাহ, অধ্যাপক সৈয়দ আলী রেজা, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা সহযোগী অধ্যাপক এম তারেক নূর ছাড়াও বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগের শিক্ষকরা।

একুশে ফেব্রুয়ারি ও মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধ-নমিত উত্তোলন করা হবে। সকাল ১০টায় শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবন চত্বরে চিত্রাঙ্কন ও বাংলা হস্তলিপি প্রতিযোগিতা উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। এরপর পুরস্কার প্রদান করবেন উপাচার্য পত্নী প্রফেসর তানজিমা ইয়াসমিন।

বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে কোরআনখানি ও বিশেষ মোনাজাত। সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা ও সন্ধ্যা সাড়ে ৬টায় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এর আগে রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘হৃদয়ে বায়ান্ন’ অনুষ্ঠিত হয়। শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

সে সময় উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়া, প্রক্টর আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, টিএসসিসির পরিচালক সহযোগী অধ্যাপক আরিফ হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]