আশির দশকে উষ্ণতার আঁচ বাড়িয়েছিল মন্দাকিনী


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 18-05-2023

আশির দশকে উষ্ণতার আঁচ বাড়িয়েছিল মন্দাকিনী

আশির দশকে বলিউডে ‘সাহসী’ নায়িকার তকমা পেয়েছিলেন তিনি। মন্দাকিনীর জন্য তোলপাড় হয়েছিল কত পুরুষহৃদয়। ‘দ্য কপিল শর্মা শো’-এর আগামী পর্বে তাঁর সেই সেরা সময়ের কথাই মন্দাকিনীকে মনে করিয়ে দেবেন সঞ্চালক কপিল শর্মা। মন্দাকিনী ছাড়াও উপস্থিত থাকবেন সঙ্গীতা বিজলানি এবং বর্ষা উসগাওঁকর। সকলে মিলে উদ্‌যাপন করবেন ফেলে আসা সময়।

অনুষ্ঠানের ঝলকে দেখা যাচ্ছে, কপিল মজা করছেন মন্দাকিনীর সবচেয়ে জনপ্রিয় ছবি ‘রাম তেরি গঙ্গা মইলি’ নিয়ে। নায়িকার এটিই প্রথম ছবি। মুক্তি পায় ১৯৮৫ সালে। ছবির পরিচালক ছিলেন রাজ কপূর। রাজ নায়ক হিসাবে ছবিতে নিয়েছিলেন তাঁরই পুত্র রাজীব কপূরকে। ছবির কিছু কিছু দৃশ্য সাহসী বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, ছবি ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক।

কপিল সেই স্মৃতি উস্কে দিয়েই বলেন, “সবাই মন্দাকিনীকে চেনেন। ‘রাম তেরি গঙ্গা মইলি’-র পর সকলেই তাঁর প্রেমে পড়েছিলেন। বিবাহিত পুরুষেরা খুব ভয়ে ভয়ে তাঁর পোস্টার ঘরের দেওয়ালে না লাগিয়ে তাঁদের স্ত্রীদের কাছ থেকে লুকোনোর জন্য রাখতেন ওয়ালেটে। তাঁদের স্ত্রীরা যখন জিজ্ঞাসা করতেন, ‘মন্দাকিনী নামে যে নতুন নায়িকা এসেছে, দেখেছ?’ অম্লানবদনে মিথ্যে বলতেন তাঁদের স্বামীরা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]