রাজশাহী মহানগরীতে ১নারীসহ ৪ ছিনতাইকারী আটক, ছিনতাইকৃত মালামাল উদ্ধার


মাসুদ রানা রাব্বানী , আপডেট করা হয়েছে : 23-01-2022

রাজশাহী মহানগরীতে ১নারীসহ ৪ ছিনতাইকারী আটক, ছিনতাইকৃত মালামাল উদ্ধার

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে একজন নারীসহ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাইকৃত মালামাল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। 

গতকাল শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত পোনে ১০টা হতে রাত সাড়ে ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন বখতিয়ারবাদ(মালদা কলোনী) গ্রামের মোঃ আরমান শেখের ছেলে মোঃ সোহেল(৩১) ও মোঃ সুমন হোসেন ওরফে সাদ্দাম(৩০), একই থানাধীন কয়েরদাড়া (জনৈক আরিফুল হক এর বাড়ীর ভাড়াটিয়া) গ্রামের মৃত রাকিব ইসলামের ছেলে মোঃ হৃদয়(২২) এবং মাদারীপুর জেলার রাজৈর থানাধীন মজুমদার কান্দি গ্রামের মোঃ শাহজাহান ওরফে গালাম হোসেনের মেয়ে মোসাঃ জেসমিন বেগম ওরফে পলি(৩১)।

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল।

তিনি জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারী চক্রটি দীর্ঘ যাবত রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে সহজ সরল লোকদের নিকট ধারালো চাকু দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের নিকটে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ছিনতাই করে আসছে। এসময় ছিনতাইকারীদের কাছ হতে ছিনতাই/দস্যুতা কাজের জন্য ব্যবহৃত ৩টি চাকু(ছোরা), ছিনতাই হওয়া নগদ-৭০০/-টাকা, ১টি  VIVO Y50 মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য-২০,০০০/-টাকা ও একটি এ্যাস কালারের জিন্স কাপুড়ের তৈরি জ্যাকেট জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, ডাকাতি, চুরি, প্রতারণা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

অভিযান পরিচালনা করেন রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল সঙ্গীয় অফিসার এসআই মোঃ সুমন কুমার সাহা ও সঙ্গীয় ফোর্স।

এ ব্যপারে গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় তাদে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি। 

রাজশাহীর সময় /এএইচ

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]