আমেরিকায় মেমোরিয়াল ডে'র অনুষ্ঠানের মাঝেই চলল গুলি, নিহত ১৬


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 30-05-2023

আমেরিকায় মেমোরিয়াল ডে'র অনুষ্ঠানের মাঝেই চলল গুলি, নিহত ১৬

আমেরিকায় বিভিন্ন যুদ্ধে প্রাণ দেওয়া সাহসী সৈনিকদের স্মরণে প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় মেমোরিয়াল ডে।

মেমোরিয়াল ডে একটি সাধারন ছুটির দিন হলেও দিনটি পালন উপলক্ষে সমগ্র দেশ জুড়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাপ্তাহিক বিভিন্ন আয়োজন করে দেশটির সর্বস্তরের মানুষ।

এবারেও তার অন্যথা হয়নি। তবে এই উদযাপনের মধ্যেই ঘটে গিয়েছে ভয়াবহ ঘটনা। মেমোরিয়াল ডে পালন উপলক্ষে আমেরিকার বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে গুলি চলার ঘটোনা ঘটেছে। গুলির ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

দেশটির অন্তত আটটি রাজ্যের সমুদ্র সৈকত, বিদ্যালয় এবং মোটরসাইকেল শোভাযাত্রায় গুলি, বন্দুক হামলা ও হিংসার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীসহ রয়েছেন ৬০ বছর বয়সীরাও। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ফ্লোরিডার হলিউড বিচ এলাকায় গুলিতে নয়জন আহত হন। তখন মিয়ামির উত্তরে আটলান্টিক উপকূলে সৈকতে ছুটি উপভোগ করছিলেন সাধারন মানুষেরা।

পুলিশ জানিয়েছে, দুটি গ্রুপের বাগবিতণ্ডা ও বিবাদ হিংসার আকার ধারণ করে। যার মধ্যে আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হলিউড পুলিশের মুখপাত্র ডিয়ানা বেটিনেশি রাতে সংবাদ সম্মেলনে বলেছেন, ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং একজন সন্দেহভাজন ব্যক্তির খোঁজ চলছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]