আশুলিয়া হতে অজ্ঞান পার্টির মূলহোতাসহ গ্রেফতার ২


আবু হেনা , আপডেট করা হয়েছে : 23-01-2022

আশুলিয়া হতে অজ্ঞান পার্টির মূলহোতাসহ গ্রেফতার ২

ঢাকার আশুলিয়ায় অজ্ঞান পার্টির মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

গতকাল শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা জেলার  আশুলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাহাদের সঙ্গে থাকা চোরাইমাল ১৮ ভরি ২ আনা স্বর্ণ, নগদ ২,২০০/- টাকা এবং ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো: ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শ্রী কন্ডিয়া গ্রামের মোঃ আহম্মদ আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম ওরফে ছদ্দ শামীম(৪৫) ও গাজীপুর জেলার কালীগঞ্জ থানাধীন মূলগাও গ্রামের শ্রী ধাম চন্দ্র বর্মণের ছেলে দীপক চন্দ্র বর্মণ।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।  

ঘটনা সূত্রে জানা যায়, গত ০২/১০/২০২১ ইং সকাল পোনে ৭টায় ভিকটিম মোঃ ইব্রাহিম(৪১) তিনি একজন বিদেশ ফেরত যাত্রী। তিনি ঢাকা আব্দুল্লাপুর হতে একতা পরিবহনের(ই-৪) একটি সিট ক্রয়করে বাসযোগে চাঁপাইনবাবগঞ্জ উদ্দেশ্যে রওনা করেন। ভিকটিমের পাশের সিট ই-৩ আসনে বসে ছিলেন যাত্রী মোঃ রফিকুল ইসলাম(৪৫) ছব্দনাম শামীম। বাসে অবস্থানকালীন বিভিন্ন কথাবার্তা বলতে বলতে উভয়ে পরিচিত হন এবং বাসটি এক পর্যায়ে সকাল আনুমানিক ১০টায় সিরাজগঞ্জ হাটিকুমরুল ফুড ভিলেজ হাইওয়ে রেষ্টুরেন্টে এসে যাত্রা বিরতি করে। তারপর ভিকটিম এবং অভিযুক্ত উভয়ই হোটেলে একসাথে খেতে বসেন। খাবার খাওয়া শেষ হলে অভিযুক্ত ব্যক্তি মোঃ রফিকুল ইসলাম ওরফে শামীম, ভিকটিম মোঃ ইব্রাহিমের খাবার বিল পরিশোধ করেন। খাবার খাওয়া শেষ হলে অভিযুক্তব্যক্তি ২টি কফি এনে ভিকটিমকে ১টি খেতে দেন এবং অপরটি নিজে খান। কফি খাওয়া শেষ করে বিরতি শেষে উভয়ই আবার বাসে উঠে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা করেন। 

পথিমধ্যে ভিকটিম মোঃ ইব্রাহিম অচেতন হয়ে যান এবং তাহার সঙ্গে থাকা বিদেশ থেকে নিয়ে আসা মালামাল স্বর্ণের বার,স্বর্ণের গহণা, মোবাইল, পাসপোর্ট ও ভিসাসহ অন্যান্য সকল মালামাল চুরি করে অভিযুক্ত মোঃ রফিকুল ইসলাম ওরফে শামীম নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে দুপুর আড়াইটায় ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বাসস্ট্যান্ডে বাস এসে পৌছালে বাসের স্টাফসহ সকলে ভিকটিমকে অচেতন অবস্থায় দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভিকটিমের জ্ঞান ফেরায় এবং তাহাকে বাসায় পাঠানোর ব্যবস্থা করেন। পরবর্তীতে এ ব্যাপারে ভিকটিমের পক্ষে তাহার ভগ্নিপতি মোঃ ইসারুল(৪১) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় ১টি মামলা দায়ের করেন এবং এর পাশাপাশি র‌্যাব-১২ সিরাজগঞ্জের নিকট আসামী গ্রেফতারের আকুতি জানায়।

গ্রেফতারকৃত অজ্ঞান পার্টির সক্রিয় সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]