জয়কে পুরস্কৃত করতে চান প্রধানমন্ত্রী


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-02-2022

জয়কে পুরস্কৃত করতে চান প্রধানমন্ত্রী

আফগানিস্তানের বিপক্ষে অনবদ্য বাউন্ডারি লাইনে দুর্দান্ত একটি ক্যাচ নেওয়ার জন্য মাহমুদুল হাসান জয়কে পুরস্কৃত করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে ৮৮ রানে ম্যাচ জয় ও সিরিজ জয়ের পর সংবাদমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঁচবার ফোন করেছেন। টিভির সামনে সারাক্ষণ বসে ছিলেন। যখন প্রথম ফোন করেছেন, তখন বলেছেন, খুবই ভালো খেলছে। সেঞ্চুরির (লিটনের) পরও আমাকে ফোন করেছেন। লিটন দাস এবং মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন।’

যোগ করেন পাপন, ‘পরে যখন ফোন করলেন, বলেছেন, কষ্ট করে ক্যাচ ধরল ওর নামটা কি? ওকে তো আমার পুরস্কার দিতে হবে। এত সুন্দর ক্যাচ ধরেছে। মানে তিনি পুরোটা সময় খেলা দেখেছেন। দারুণ উপভোগ করেছেন।’

চট্টগ্রামে এ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে লিটন দাস অনবদ্য সেঞ্চুরি করেন। খেলেন ১২৬ বলে ১৩৬ রানের চোখ ধাঁধানো এক ইনিংস। যেখানে ১৬টি চারের সঙ্গে ছক্কা হাঁকান ২টি। সঙ্গে মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৮৬ রান। দুই জন মিলে গড়েন ২০২ রানের এক রেকর্ড গড়া জুটি। এই জুটির ওপর ভর করেই ৩০৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

পরে ফিল্ডিংয়ে নেমে দারুণ এক ক্যাচ নেন অভিষেকের অপেক্ষায় থাকা বদলি ফিল্ডার মাহমুদুল হাসান জয়। ইনিংসের ৪৫তম ওভারে বোলার মাহমুদউল্লাহ রিয়াদকে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারেন ব্যাটসম্যান মুজিব উর রহমান। সেটি প্রায় ছক্কা হয়ে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে দারুণ দক্ষতায় লুফে নেন জয়। ক্যাচটি নিয়ে বাউন্ডারি পেরিয়ে যাচ্ছিলেন। পরে তা হাওয়ায় ভাসিয়ে নিজের ভারসাম্য ফিরিয়ে দ্বিতীয় দফায় তালুবন্দী করেন।

শেষ পর্যন্ত বাংলাদেশ দল ম্যাচটি জেতে ৮৮ রানে। এতে ৩ ম্যাচ সিরিজে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে অধিনায়ক তামিম ইকবালের দল।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]