সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৩ মসজিদে ঈদুল আযহা উদযাপন


নোয়াখালী প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 28-06-2023

সৌদির সঙ্গে মিল রেখে নোয়াখালীর ৩ মসজিদে ঈদুল আযহা উদযাপন

নোয়াখালীর ৩টি মসজিদে প্রতি বছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করা হয়েছে।  

বুধবার (২৮ জুন) সকাল ৯টার দিকে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার ৩টি মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন মুসল্লিরা।  

স্থানীয় সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ গ্রামের মুন্সি বাড়ী জামে মসজিদ, জিরতলী ইউপির ফাজিলপুর গ্রামে দায়রা বাড়ী দরজায় মসজিদে ঈদের একটি করে জামাত অনুষ্ঠিত হয়। অপরদিকে, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার পশ্চিম শাহপুর দারোগা বাড়ির দরজায় সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়।    

স্থানীয়রা আরও জানান, বসন্তেরবাগ গ্রামের মুন্সি বাড়ী জামে মসজিদ ২৫০-৩০০, জিরতলী ইউপির ফাজিলপুর গ্রামে দায়রা বাড়ী দরজায় মসজিদে ১০০-১২০জন এবং নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার পশ্চিম শাহপুর দারোগা বাড়ির দরজায় দুটি জামাতে ২৬জন মুসল্লি ঈদুল আযহার নামাজ আদায় করেন। 

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই সুশৃঙ্খল ভাবে এই ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]