গ্রামীণ ব্যাংকের নারী সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 13-07-2023

গ্রামীণ ব্যাংকের নারী সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

"গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ" শ্লোগানকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে বনজ ও ফলজসহ বিভিন্ন গাছের চারা বিতরণ করেছে নোবেল পুরস্কার বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক।

বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যাংকটির ধারাবারিষা-গুরুদাসপুর শাখা অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে নারী সদস্যদের মাঝে ওই গাছের চারা বিতরণ করেন পাবনা জোনের জোনাল ম্যানেজার আসহাব উদ্দীন আহম্মদ চৌধুরী। এসময় এরিয়া ম্যানেজার আবু মো. মহসিন, শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন সহ স্টাফ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গ্রামীণ ব্যাংক পাবনা জোনের ৬২টি শাখায় বৃক্ষরোপন কর্মসূচি চলছে। গত জুন মাসে ২ লাখ ৯৪ হাজার ৩০০ জন নারী সদস্যের মাঝে ২১ লাখ ৬০ হাজার ৫৪৪টি গাছ বিতরণ করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমেও এ কর্মসূচি অব্যাহত থাকবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]