সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোর। গোল করা যেন ভুলেই গিয়েছিলেন সিআর সেভেন। ছয় ম্যাচ পর সেই গোলখরা কাটল তার। সেই সঙ্গে দারুণ এক রেকর্ডেও নাম উঠে গেল আল নাসর ফরোয়ার্ডের।
আল নাসের আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে। যেখানে খেলার ৭৪তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেছেন সিআর সেভেন। এই গোলেই মূলত রেকর্ড গড়েন তিনি। গোলটি তিনি করেছেন ডান প্রান্ত থেকে আসা ক্রস থেকে দুর্দান্ত এক হেডে। রেকর্ডটা এখানেই। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে এটি রোনালদোর ১৪৫তম গোল। হেড থেকে এত গোল এর আগে কেউ করতে পারেননি।
এই রেকর্ড গড়তে রোনালদো পেছনে ফেলেছেন জার্মানির কিংবদন্তি গার্ড মুলারকে। জার্মানির ১৯৭৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য মুলার সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে হেড থেকে ১৪৪ গোল করেছেন।
সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসর পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল। আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের চলতি আসরে এটিই তাদের প্রথম জয়। 'সি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি ক্লাব আল শাবাবের গোলশূন্য ড্র করেছিল তারা। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে আল নাসর।