টি-২০ র‌্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশ দলের


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 02-03-2022

টি-২০ র‌্যাংকিংয়ে উন্নতির হাতছানি বাংলাদেশ দলের

চট্টগ্রামে ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশের আশা পূরণ হয়নি। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ জিতলেই আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয় নম্বরে উন্নীত হতো বাংলাদেশ দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় গত সোমবার সাগরিকায় আফগানদের কাছে ৭ উইকেটে হেরে গেছে তামিম ইকবালের দল।

ওয়ানডের অপূর্ণতাকে সঙ্গী করেই টি-২০ সিরিজে পা বাড়াচ্ছে স্বাগতিকরা। আগামীকাল বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে খুদে ফরম্যাটের এই সিরিজ। দুই ম্যাচের সিরিজ খেলতে গতকাল মঙ্গলবার বিকালে বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছে বাংলাদেশ ও আফগানিস্তান দল। আজ মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করবে দুই দল।

ওয়ানডের মতো টি-২০ সিরিজেও র‌্যাংকিংয়ে উন্নতির হাতছানি আছে বাংলাদেশ দলের সামনে। এবার প্রতিপক্ষ আফগানদের টপকে যাওয়ার সুযোগই ধরা দিয়েছে। এমন উন্নতির স্বাদ পেতে হলে সিরিজটা জিততে হবে মাহমুদউল্লাহ রিয়াদের দলকে। অবশ্য সিরিজ জিতলে আফগানদেরও উন্নতি হবে র‌্যাংকিংয়ে।

এখন টি-২০ র‌্যাংকিংয়ের নবম দল বাংলাদেশ, রেটিং পয়েন্ট ২৩১। অষ্টম স্থানে থাকা আফগানদের রেটিং পয়েন্ট ২৩২। মিরপুরে সিরিজটা ২-০ তে জিততে পারলে বাংলাদেশ অষ্টম স্থানে উঠে আসবে। তখন রেটিং পয়েন্ট হয়ে যাবে ২৩৩।

সিরিজ হারলে আফগানরা ২২৭ রেটিং নিয়ে দশম স্থানে নেমে যাবে। আর সিরিজ যদি ১-১ এ ড্র হয়, তাহলে দুই দলের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তবে বাংলাদেশ সিরিজটা ২-০ তে হেরে গেলে ২২৮ রেটিং নিয়ে দশম স্থানে চলে যাবে। তখন ২৩৭ রেটিং নিয়ে আফগানিস্তান উঠে আসবে সপ্তম স্থানে। আগামী ৩ ও ৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-২০।

তবে এই ফরম্যাটে আফগানদের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা সুখকর নয়। ঘরের মাঠে তিন ম্যাচ খেলে দুটি জয় আছে, একবার হেরেছে টাইগাররা। দুই দলের সর্বশেষ সাক্ষাৎটা আরও বিভীষিকাময় বাংলাদেশের জন্য। ভারতের দেরাদুনে ৩-০ তে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশকে হারিয়েছিল আফগানরা। টানা দুই ওয়ানডে হারলেও শেষ ম্যাচ জিতে জয়ের আত্মবিশ্বাসে ফিরেছে সফরকারী দল। মিরপুরে টি-২০ সিরিজে নিশ্চিতভাবেই বাংলাদেশের বড়সড় পরীক্ষা নেবেন রশিদ-মুজিবরা।

রাজশাহীর সময় /এইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]