গাবতলীতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ


আল আমিন মন্ডল (বগুড়া): , আপডেট করা হয়েছে : 02-03-2022

গাবতলীতে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

বাংলাদেশ সরকার ও জাইকার যৌথ অর্থায়নে স্থানীয় সরকার বিভাগের অধীনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রি-ল্যান্সিং ও আউট সোর্সিং এর উপর প্রশিক্ষণ শেষে বগুড়ার গাবতলীতে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আ: রাজ্জাক মিলু। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম। প্রশিক্ষণটি গত ১৭ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মামুনুর রশিদ, গাবতলীর ইউএনও রওনক জাহান, জেলা আইটি অফিসার নাজমুল হোসেন ও উপজেলা আইটি অফিসার তাছলিমা খাতুন। ১৪দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন মোট ২৫জন প্রশিক্ষণার্থী। শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন। 

রাজশাহীর সময় / এম জি


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]