ভারী বর্ষণে ভাসতে পারে উত্তরবঙ্গের তিন জেলা !


তুরজিম তানজিম : , আপডেট করা হয়েছে : 05-10-2023

ভারী বর্ষণে ভাসতে পারে উত্তরবঙ্গের তিন জেলা !

গতকাল বুধবার ভোর থেকেই ভারী বর্ষণে লোনক নদী ফেটে যাওয়ার পাশাপাশি তিস্তা নদীর হড়পা বানে বিপর্যস্ত সিকিম। তিস্তার পানিরস্তর ক্রমাগত বাড়ছে। অবিরাম বৃষ্টির ফলে পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। 

বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিক্ষিপ্ত এলাকায় মাত্রাতিরিক্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরের এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে । উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী থেকে ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে।

দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। শুক্রবার আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কয়েকটি এলাকায় ভারী বর্ষনের সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পাশাপাশি ভারী বর্ষনের কবলে পড়তে পারে দক্ষিণবঙ্গও। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সারা দিন আকাশ মেঘলা থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। কলকাতার বিক্ষিপ্ত এলাকায় বজ্রপাত-সহ দু’এক পশলা বৃষ্টির সম্ভাবনা। তা ছাড়াও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বিক্ষিপ্ত এলাকায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]