শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০০ শিশুকে উপহার দিলো ‘আমরা করব জয়’


কংকনা রায়, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : , আপডেট করা হয়েছে : 19-10-2023

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০০ শিশুকে উপহার দিলো ‘আমরা করব জয়’

আনন্দ ভাগাভাগি করতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীর অসহায় ও দুস্থ পরিবারের ১০০ শিশুকে পোশাক উপহার দিলো সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থা’।

পূজা উপলক্ষে সংগঠনের উদ্যোগে এবং সংগঠনের সদস্য কেয়া ফ্যাশনের সত্ত্বাধিকারী মাহাবুব আলম, সদস্য হ্যাপী গার্মেন্টসের সত্ত্বাধিকারী আরমান হোসেন রোমান, সদস্য ডিসেন্ট গার্মেন্টসের সত্ত্বাধিকারী মো. একরামুল ও ইমন পাঞ্জাবি হাউজের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন বয়সী ১০০ শিশুর মাঝে পূজোর উপহার হিসেবে পোশাক তুলে দেয়া হয়।

পৃথক পৃথকভাবে ওইসব শিশুর মাঝে পোষাক বিতরণ করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সহ-সভাপতি পলাশ দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য কংকনা রায় প্রমুখ।

সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, ‘ভাবনা থেকে হোক ভালো কাজ’ এই মূলমন্ত্রে ২০২০ সালে প্রতিষ্ঠালগ্নের পর থেকেই অগণিত সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে এসেছে সরকার নিবন্ধিত এই সংস্থাটি। আমরা শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, করোনাকালীন জনসচেতনতা তৈরি, রক্তদান, বনায়ন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে আন্দোলন, পূজো ও ঈদে অসহায় ও দুস্থদের মাঝে উপহার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছি। বর্তমানে এই সংগঠনটি রোল মডেল হিসেবে জনমনে স্থান করে নিয়েছে। এবার পূজোতে সংস্থার উদ্যোগে ও সংস্থার সদস্যদের সহযোগিতা নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার শিশুদের মাঝে পূজোর উপহার হিসেবে পোশাক বিতরণ করা হয়েছে। সামাজিক ও মানবিক বিষয়গুলোতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]