উরুগুয়ের তরুণ ফুটবলারদের আচরণে বিরক্ত মেসি


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 17-11-2023

উরুগুয়ের তরুণ ফুটবলারদের আচরণে বিরক্ত মেসি

বিশ্বকাপ জয়ের পর প্রথম হারের মুখ দেখেছে আর্জেন্টিনা।

শুক্রবার (১৭ নভেম্বর) বাংলাদেশ সময় সকালে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছে আলবিসেলেস্তারা। এই ম্যাচে দেখা গেছে ফাউল আর ফুটবলারদের মেজাজ হারানোর চিত্র। এমন ঘটনায় উরুগুয়ের তরুণ ফুটবলারদের ওপর বিরক্ত প্রকাশ করেছেন লিওনেল মেসি।

ম্যাচে রদ্রিগো ডি পলের সঙ্গে কথা কাটাকাটি হয় উরুগুয়ের উগারতের। ম্যাচের ২১ মিনিটে লিওনেল মেসিকে বক্সের একটু বাইরে উগারতে পেছন থেকে ফাউল করলে আবার উত্তেজনা ছড়ায়। এমন সময় অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখা যায় ২২ বছর বয়সী উগারতেকে।

ম্যাচ শেষে উরুগুয়ের তরুণ ফুটবলারদের ওপর বিরক্ত প্রকাশ করে মেসি বলেন, ‘আক্রমণাত্মক আবহটা স্বাভাবিক। বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এমনটাই হয়। ওই অশ্লীল অঙ্গভঙ্গি নিয়ে যা ভাবছি, সেটা বলতে চাচ্ছি না। প্রতিপক্ষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তাদের সিনিয়রদের কাছে শিখতে হবে। এ ম্যাচে সব সময় আক্রমণাত্মক আবহ থাকে, কিন্তু সেটা শ্রদ্ধার সঙ্গে। তাদের আরও কিছুটা শিখতে হবে।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]