ব্যান্সডক থেকে রুয়েটের শিক্ষকগণ ই-সার্ভিস ও তথ্যসেবা গ্রহণ করা যাবে


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 20-11-2023

ব্যান্সডক থেকে রুয়েটের শিক্ষকগণ ই-সার্ভিস ও তথ্যসেবা গ্রহণ করা যাবে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকগন উচ্চতর গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সকল তথ্য ও ডকুমেন্টস বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) এর ই-সেবা থেকে সংগ্রহ করতে পারবেন।

সোমবার বিকেলে ভার্চুয়াল কনফারেন্স রুমে “গবেষণা কার্যক্রমে ব্যান্সডক প্রদত্ত তথ্যসেবা ও ই-সার্ভিস অবহিতকরণ” বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এই তথ্য জানান। ব্যান্সডক রুয়েটে কর্মরত গবেষক ও শিক্ষকদের জন্য এই ভার্চুয়াল সেমিনারটি আয়োজন করে।

ব্যান্সডক-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মীর জহুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ব্যান্সডক এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার (পিএসও) মো. মনিরুজ্জামান, রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন। সেমিনারে রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও পরিচালকগণ অংশগ্রহণ করেন।  


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]