মনোনয়নপত্র জমা দিলেন দিলেন-- বকুল


লালপুর(নাটোর) প্রতিনিধি : , আপডেট করা হয়েছে : 30-11-2023

মনোনয়নপত্র জমা দিলেন দিলেন-- বকুল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল।

বৃহস্পতিবার  (৩০ নভেম্বর)  বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদ অধ্যক্ষ বাবুল আকতার, সদস্য ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আ স ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, কৃষকলীগ নেতা কামরুজ্জামান লাভলু, ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম লাভলু, আড়বাব ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, কদিমচিলান ইউপি চেয়ারম্যান আনছারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু,গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম, লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘাসহ কয়েক হাজার দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময়  শহিদুল ইসলাম বকুল বলেন, গত ৫ বছরে লালপুর-বাগাতিপাড়ায় কোন চাঁদাবাজি, রাজনৈতিক হত্যাকা- হয়নি। এ জনপদের মানুষ শান্তিতে ঘুমাতে পারছেন। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই জনপদ থেকে অপরাজনীতির হোতা, দূর্নীতিবাজ, যারা গরীবের রক্ত চুষে খায় তাদের অস্তিত্ব বিলীন করে এই জনপদকে শান্তির জনপদে রুপ দেওয়ার মিশন অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ এখন বিশ্বের উন্নয়নে রোল মডেল হিসেবে স্বীকৃত পেয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত আবারও অগ্নি-সন্ত্রাস ও মানুষ হত্যা শুরু করেছে। তাই জনগন তাদের প্রত্যাখান করেছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আপনাদের মাঝে আমাকে নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নৌকাকে জয়যুক্ত করার বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল পর্যায়ের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]