১৪ দলের নেতাদের সঙ্গে বসছেন শেখ হাসিনা


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 05-12-2023

১৪ দলের নেতাদের সঙ্গে বসছেন শেখ হাসিনা

জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ১৪ দলীয় জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত হতে পারে আজ সোমবার। এ লক্ষ্যে গণভবনে শরিকদের সঙ্গে আজ সন্ধ্যা ৬টায় বৈঠক আহ্বান করেছেন জোটের প্রধান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এদিকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার সুবিধার্থে জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু শরিকদের কাছ থেকে চাহিদাপত্র নিয়েছেন। কে কয়টা আসন চায়, সে বিষয়ে প্রতিটি দলের কাছ থেকে জেনে নিয়েছেন তিনি।

গত তিনটি জাতীয় নির্বাচনে জোটগতভাবেই অংশ নিয়েছিল ১৪ দলীয় জোট। এ ছাড়া পরিস্থিতি অনুযায়ী কখনো জোট, কখনো আসন ভাগাভাগি করেছে জাতীয় পার্টি। প্রতি নির্বাচনে আগেই আসন ভাগাভাগির কাজ সম্পন্ন করলেও দ্বাদশ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলেও বিষয়টি নিয়ে কোনো বৈঠক হয়নি জোট সঙ্গীদের সঙ্গে।

এরই মাঝে আওয়ামী লীগসহ অন্য শরিকরা সারা দেশেই তাদের প্রার্থী দিয়েছে। শরিকদের মাত্র দুটি আসন ছেড়ে বাকি ২৯৮টিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া জাতীয় পার্টি ২৮৬টি, জাসদ ৯১টি, ওয়ার্কার্স পার্টি ৩৩টি, তরিকত ফেডারেশন ৪৭টি, জাতীয় পার্টি (জেপি) ২০টি, সাম্যবাদী দল ৬টি, গণতন্ত্রী পার্টি ১২টি, বাংলাদেশ ন্যশনাল আওয়ামী পার্টি ৬টি, বাসদ (রেজাউর) ১টিতে মনোনয়নপত্র জমা দিয়েছে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জোটের আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৭ তারিখের আগেই এ আসন ভাগাভাগি সম্পন্ন হবে। এমনকি জাতীয় পার্টির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও জাতীয় পার্টি কোনো আসন ভাগাভাগির বিষয়ে কথা বলেনি। আশা করব, তারা নিজ শক্তিতে নির্বাচন করবে।

বিএনপিবিহীন ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ৫৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক ও মিত্র দল জাতীয় পার্টিকে ৩৯ আসন ছেড়েছিল আওয়ামী লীগ। প্রকাশ্য জোট না হলেও গত দুই নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতা করেছিল তারা। দশম সংসদ নির্বাচনে ৪২ এবং পরের নির্বাচনে ২৬ আসন ছেড়েছিল। এসব আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিল না।

এ বিষয়ে তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী কালবেলাকে বলেন, আমাদের যার যার চাহিদা জানিয়ে দিয়েছি। সোমবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]