শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে ড্র করলো পুলিশ ক্লাব


ক্রিড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 18-03-2022

শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে ড্র করলো পুলিশ ক্লাব

কাগজে-কলমে শক্তিশালি দল হলেও পয়েন্ট টেবিলে ৪র্থ স্থানে থাকা বাংলাদেশ পুলিশ ক্লাবেকে রুখে দিল শেখ রাসেল ক্রীড়া চক্র।

শুক্রবার (১৮ মার্চ) বিকেলে মুক্তিযুদ্ধ স্মৃতি রাজশাহী জেলা স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ক্লাব তাদের নিজেদের মাঠে শেখ রাসেল ক্রীড়া চক্রের সাথে ১-১ গোলে অমিমাংসিত ভাবে শেষ করে।

খেলার প্রথমার্ধে বাংলাদেশ পুলিশ আপেক্ষকৃত বেশী আক্রমন করলেও গোলে দেখা পায়নি কোন দল, ফলে  খেলাটি গোলশুন্য ভাগে শেষ হয়।

দ্বিতীয়ার্ধে বদলী হিসেবে পুর্তগালে খেলোয়াড় ক্রস দ্যা সিলভাকে মাঠে নামালে শেখ রাসেলের আক্রমেনে কোনঠাসা হয়ে পরে পুলিশ ক্লাব। খেলা ৪৯ মিনিটে গোল মুখে জটলা থেকে শেখ রাসেলের স্টাইকার জুয়েল গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর উভয় দলই আক্রমন-পাল্টা আক্রমন করলে খেলার উত্তোজনা বেড়ে যায়। খেলা ৬৯ মিঃ শেখ রাসেলের রক্ষণভাগের খেলোয়াড় ডি বক্সে ফাউল করলে রেফারী বিটু রাজ পেনাল্টি দিলে বাংলাদেশ পুলিশ ক্লাবরে জার্মানী ফরওয়ার্ড আদিল গোল করতে ভুল না করলে খেলায় ১-১ গোলে সমতা আসে। খেলার বাকী সময় শেখ রাসেলের আক্রমনে হিমশিম খেয়ে যায় পুলিশ ক্লাবটি।

এসময় শেখ রাসেল বেশ কয়েকটি গোলে সুযোগ নষ্ট করলে অবশেষে খেলাটি ১-১ গোলে শেষ হয়। বাংলাদেশ পুলিশ ক্লাব  ৯ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে ৪র্থ ও শেখ রাসেল সমপরিমান খেলে ৬ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রইল। 

রাজশাহীর সময়/এইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]