দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়


নওগাঁ প্রতিনিধি : , আপডেট করা হয়েছে : 11-12-2023

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

উত্তরের জেলা নওগাঁয় জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। উত্তরের হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশার কারণে সকালে সড়কে চলা যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

আজ সোমবার নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

নওগাঁ বদলগাছি আবহাওয়া অধিদপ্তরের উচ্চপর্যবেক্ষক হামিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, রবিবার সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস।

এরপর রাতভর বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে গোটা জনপদ। এতে করে দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমলেও বিকেল গড়াতেই আবারও শীত অনুভূত হতে থাকে।

কনেকনে শীতে মানুষের ভোগান্তি বেড়েছে। 

হলুদ বিহার গ্রামের কৃষি শ্রমিক রিপন ও মুকুল জানান, গত দুই দিন থেকে শীত বেশি লাগছে। শীত ও কুয়াশার কারণে মাঠে ধানের কাজ করা যাচ্ছে না। রাতে গরম কাপর লেপকাঁথা বের করা হয়েছে। 

বদলগাছী আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক বলেন, ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় তাপমাত্রা নেমে আসছে।

শীতের তীব্রতা বাড়ছে। আজকের তাপমাত্রা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন। তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন, গতকাল রবিবার বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। আজ তাপমাত্রা আরো নেমে আসায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]