আমতলীতে খাল লিজ দেওয়ায় ভোগান্তিতে কৃষক


আমতলী (বরগুনা) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 24-01-2022

আমতলীতে খাল লিজ দেওয়ায় ভোগান্তিতে কৃষক

বরগুনার আমতলী উপজেলার কুলাইর চর গ্রামের দুষমী সাবানিয়া খাল লিজ দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। এ খালের দুই পাড়ের শত শত একর জমিতে পানি ব্যবহার করতে পারছে না বলে অভিযোগ কৃষকদের।

উপজেলার হলদিয়া ইউনিয়নের দুষমী সাবানিয়া খালের পানিদ্বারা কৃষকরা শুকনো মৌসুমের রবিষস্য, মৌসুমি ফসল তরমুজ, মুগডাল, চিনা বাদাম, মিষ্টি আলুসহ বোরো-ইরি ধানের চাষাবাদ করে থাকেন। বিগত দুই দিন পূর্বে এলাকার রাশেদুল ইসলাম (রেজাউল) বাংলা ১৪২৮ সাল থেকে ১৪৩০ সাল পর্যন্ত লিজ নিয়ে মাছ চাষ করছেন। এলকার কৃষকরা তরমুজ ও ইরি মৌসুমে খালের পানি ব্যবহার করতে গেলে কৃষকদের মারধর ও একাধিক মিথ্যা মামলা দিয়েছে। তারা অবিলম্বে খালের লিজ বাতিল ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

কুলাইর চরের মোঃ জিয়াউল ইসলাম জোসেফ তালুকদার বলেন, এ খালটি লিজ দেওয়ায় কৃষকরা জমি চাষাবাদ করতে পারছেন না। এ লিজ বাতিল করা হোক।

হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক জানান, লিজ দিয়েছে সরকার কিন্তু এ খালের পানি ব্যবহার করতে না পারায় কৃষকদের ব্যাপক ক্ষতি হচ্ছে। তিনি লিজ বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম বলেন, কৃষকদের অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]