বিলাসবহুল জীবন ছেড়ে গরির প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন শিল্পপতির মেয়ে


তুরজিন তানজিম : , আপডেট করা হয়েছে : 14-01-2024

বিলাসবহুল জীবন ছেড়ে গরির প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন শিল্পপতির মেয়ে

প্রেমিকের জন্য সর্বস্ব ত্যাগ করে বিলাসবহুল জীবন ছেড়ে গরির প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন বিখ্যাত শিল্পপতির কন্যা অ্যাঞ্জেলিন ফ্রান্সিস। সত্যিকারের ভালবাসা সেই অনুভূতি যেখানে একে অপরের সুখের জন্য সবকিছু বিসর্জন দেওয়ার ক্ষমতা থাকে৷ সেই কথা আবার প্রমাণ করলেন মালয়েশিয়ার বিখ্যাত শিল্পপতির কন্যা অ্যাঞ্জেলিন ফ্রান্সিস ৷ প্রেমিকের জন্য তিনি বাবার বিশাল সম্পত্তি ছেড়ে চলে এলেন কোনও পিছুটান না রেখেই৷

মালয়েশিয়ার বিখ্যাত শিল্পপতি খু কে পেং ৷ তাঁর বিশাল ব্যবসা ৷ মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৫০০ কোটি টাকা ৷ এই পুরো সম্পত্তির উত্তরাধিকার ছিলেন তাঁর মেয়ে অ্যাঞ্জেলিন ৷ তবে বাবার কোনও সম্পত্তিই তিনি নিচ্ছেন না ৷ শুধু মাত্র প্রেমের জন্য অ্যাঞ্জেলিন ফ্রান্সিস বস্তুগত সম্পদের চেয়ে তার সত্যিকারের ভালবাসাকে বেছে নিয়েছিলেন।

অ্যাঞ্জেলিন ফ্রান্সিসের জন্ম মালয়েশিয়ার বিজনেস টাইকুন খু কে পেং এবং প্রাক্তন মিস মালয়েশিয়া পলিন চাইয়ের ঘরে। তিনি মালয়েশিয়ার ৪৪তম ধনী ব্যক্তি। অ্যাঞ্জেলিনের বাবা কোরাস হোটেলের ডিরেক্টর। অক্সফোর্ডে পড়তে গিয়ে জেদেদিয়াহ ফ্রান্সিস নামে এক যুবকের সঙ্গে তাঁর প্রেম হয়৷

তবে এই প্রেম মেনে নেয় না অ্যাঞ্জেলিনের পরিবার ৷ এমনকী প্রেমিককে ছাড়ার হুমিকও দেওয়া হয় তাঁকে ৷ কারণ যে যুবককে নিজের মন দিয়ে বসেছিলেন কোটিপতির কন্যা, তিনি খুবই সাধারণ ঘরের ছেলে ৷ ফলে কোনও ভাবে তাঁদের মিল হবে না বলেই পরিবারের মত ছিল ৷ তাই অ্যাঞ্জেলিনকে প্রেম ভাঙতে বলা হয় ৷ কিন্তু অ্যাঞ্জেলিন বাবার উত্তরাধিকারের তোয়াক্কা না করেই প্রেমিককে বেছে নন ৷

মালয়েশিয়ার ব্যবসায়িক টাইকুন উত্তরাধিকারী অ্যাঞ্জেলিন ফ্রান্সিস ২০০৮ সালে জেদেদিয়াকে বিয়ে করেছিলেন ৷

এই প্রথম নয়। ২০২১ সালে, জাপানের রাজকুমারী মাকো কেই কোমুরোয়া তাঁর কলেজের প্রেমিক এবং একজন সাধারণ মানুষকে বিয়ে করেছিলেন। বিয়ের পরে তিনি প্রেমের জন্য তার উপাধি ত্যাগ করেছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]