লিঙ্গ বড় করতে সার্জারি, ছোট হয়ে যাওয়ায় ১৪ লাখের মামলা


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 19-01-2024

লিঙ্গ বড় করতে সার্জারি, ছোট হয়ে যাওয়ায় ১৪ লাখের মামলা

'সাইজ ম্য়াটার্স!' অনেকেরই এই বিশ্বাস। শরীরের কোনও বিশেষ অঙ্গের আকার-আয়তন নিয়ে, মনের মধ্য়ে খুঁতখুঁতানি কাজ করে যাঁদের মধ্য়ে, তাঁরা খোদার উপর খোদকারিই করে থাকেন। অর্থাৎ ছোট অঙ্গ বড় করানোর পথে হাঁটেন। হতে পারে ব্রেস্ট এনলার্জমেন্ট বা পেনিস এনলার্জমেন্ট।  আর এবার দ্বিতীয়টা করতে গিয়েই বেজায় ফাঁসলেন তুরস্কের ব্য়াংকার ইলটার টুর্কমেন। তিনি বড় লিঙ্গের কামনায় অস্ত্রোপচার করিয়ে ছিলেন। কিন্তু তাঁর দাবি তেমনটা করিয়েই তাঁর পুরুষাঙ্গ নাকি আগের চেয়ে ছোট হয়ে গিয়েছে। এমনকী যার জন্য় তিনি ডাক্তারের বিরুদ্ধে মামলাও করলেন আদালতে। 

ড. হালুক সোয়েলেমেজের কাঁধে ছিল ইলটারের লিঙ্গ বাড়ানোর স্বপ্নকে বাস্তবায়িত করার গুরুদায়িত্ব। ডাক্তার তাঁর রোগীকে প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে, ছুরি-কাঁচি চালানোর পরেই লিঙ্গ তরতরিয়ে বাড়বে। একেবারে নির্দিষ্ট করে বলে দিয়েছিলেন যে, দৈর্ঘে এবং ঘেরে বাড়বে ৩ সেন্টিমিটার অর্থাৎ ১.১ ইঞ্চি। তবে ইলটারের দাবি দু'বার প্লাস্টিক সার্জারির তাঁর লিঙ্গ এক সেন্টিমিটার কমে গিয়েছে। আগে ছিল ১২ সেন্টিমিটার। এখন হয়েছে ১১ সেন্টিমিটার। ইলটারের আইনিজীবী আদালতে জানিয়েছেন যে, অস্ত্রোপচারের পর, তাঁর মক্কেল অসহ্য যন্ত্রণা নিয়ে এক মাস ঠিক করে হাঁটতেও পারেননি। লিঙ্গ গুরুতর ভাবে ক্ষতবিক্ষত হয়েছে। লিঙ্গ থেকে ক্রমাগত রক্তও বেরিয়েছে। 

ডাক্তার হালুক আদালতে জানিয়েছেন যে, তাঁর অস্ত্রোপচার জনিত পদ্ধতিতে কোনও ভুল নেই। তবে ইলটারের লিঙ্গের শারীরবৃত্তীয় গঠনের জন্য় বৃদ্ধি ব্যর্থ হয়েছে। এখন এই বিষয়ে আদালতে মামলা চলছে। ইলটার তাঁর ডাক্তারের থেকে ৫০০০০০ লিরা (তুরস্কের মুদ্রা) ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন। ভারতীয় মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় ১৪ লক্ষ টাকা। এখন দেখার ডাক্তার হালুক আইনি লড়াইয়ে জেতেন না আদালত কষ্ট ভুলিয়ে ইলটারের মুখে হাসি ফোটায়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]