না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ফুটবলার আন্দ্রেস ব্রেমে


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 21-02-2024

না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ফুটবলার আন্দ্রেস ব্রেমে

৬৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ফুটবলার আন্দ্রেস ব্রেমে। ফাইনালে তাঁর পেনাল্টি থেকে করা গোলেই দিয়েগো মারাদোনার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। আর আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে পশ্চিম জার্মানি জিতেছিল বিশ্বকাপ। সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ব্রেমের।

নিজের বাসভবনেই মৃত্যু বরণ করেছেন তিনি।

প্রধানত, লেফ্ট ব্যাক বা মিডফিল্ডারের জায়গায় খেললেও দুর্দান্ত গোল করতে পারতেন জার্মান ফুটবলার ব্রেমে। বিশেষ করে ফ্রি কিক বা পেনাল্টি নেওয়ার দায়িত্ব থাকত তাঁর কাঁধে। ১৯৮৪ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পশ্চিম জার্মানির হয়ে তিনটি বিশ্বকাপ (১৯৮৬, ১৯৯০, ১৯৯৪) ও তিনটি ইউরো কাপ (১৯৮৪, ১৯৮৮, ১৯৯২) খেলেছিলেন তিনি। ১৯৯০ সালের বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি থেকে তাঁর করা অনবদ্য গোল আজও ফুটবল ইতিহাসের স্মৃতিতে উজ্জ্বল।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]