ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৫০


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 22-04-2024

ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ৫০ আহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের পুরাসুন্ধা গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে রোববার সন্ধ্যায় নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবনের সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ী জুনায়েদ তালুকদারের মাঝে বাগবিতণ্ডা হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, আগের দিনের ঝগড়া নিয়ে দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন, নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, শিমুল, জসিম, খোকন, শেখ সোহাগ, সোহেব, সায়েব আলী, মোতাব্বির হোসেন সোহাগ, মাসুক, রুবেল, খেলু, হেলন মিয়া, সারাজ মিয়া, লস্কর মিয়া, কাপ্তান, কামাল, আলমগীর, লিলু, সিরাজ, এমরান ও আকল আলী, জুনায়েদ তালুকদার, নজরুল তালুকদার, রতন তালুকদার ও শাহজাহান তালুকদার।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]