মনুষত্বের অবক্ষয়


মোহাম্মদ খায়রুল আলম , আপডেট করা হয়েছে : 31-03-2022

মনুষত্বের অবক্ষয়

মনুষত্বের অবক্ষয়

              -মোহাম্মদ খায়রুল আলম

 

ধর্ম আমাকে দেয়নি স্বাধীনতা

মানুষ হত্যার হলিখেলার উন্মক্ততায় মেতে থাকার।

বর্ণ আমাকে দেয়নি স্বাধীনতা

মানবাধিকার কেড়ে নেয়ার অধিকার।

গোত্র আমাকে দেয়নি স্বাধীনতা

মানুষের অধিকার হরণের।

ভৌগলিক সীমানা আমাকে দেয়নি স্বাধীনতা

অন্য দেশ ও জাতির উপর আগ্রাসনের।

শিক্ষা আমাকে দেয়নি স্বাধীনতা

বর্বরতার যুগে ফিরে যাওয়ার।

অর্থ প্রাচুর্য আমাকে দেয়নি স্বাধীনতা

গরিব দুখিদের নির্যাতনের।

সভ্যতা আমাকে দেয়নি স্বাধীনতা

যে কোন দেশকে বশ্যতা শিকার করার।

ঈশ্বর আমাকে দেয়নি স্বাধীনতা

যে কোন সভ্যতা গোত্র ধর্মের মানুষকে গুরিয়ে দেয়ার।

আজ কেন মানুষের মাঝে এতো বৈশ্বম্য

যেখানে জাতি ধর্ম নির্বিশেষে হচ্ছে নিষ্পেষিত।

কে কার ঈশ্বরের কাছে কি জবাব দিবে।

মানবতার উপর নেই কোন ধর্ম আর।

ফিলিস্তিনে সহিংস আচরণ, সিরিয়ায় ধংশজজ্ঞ্য

আফগানে ক্ষুধার্ত মানুষের হাহাকার।

ইউক্রেনের আকাশে বাতাসে লাশের গন্ধ

কোথায় যেন হারিয়ে যাচ্ছে মানব সভ্যতা।

যেখানে ধর্ম নির্বিকার, বিবেক আবৃত

মানবতা ভুলন্ঠিত, কি হবে এই পৃথিবীর।

ক্ষমতার উচ্চ শিখরের মানুষদের

হায়নার চেহারা, কি শিখবে

পরবর্তী প্রজন্মের মানুষ গুলো

আর যারা বেঁচে থাকবে নিদারুন সংকটে।

এই পৃথিবী আজো প্রনাম জানায় তাদের

যারা গেয়ে ছিলেন মানবতার গান।

মনুষ্যত্বের চেয়ে বড় কিছু নেই।

অতীত থেকে শিখিনি কিছুই

কত রক্তপিপাশু, অত্যাচারীর নাম

আজও মানুষ মনে করে, কিন্তু ঘৃনাসাথে

সবাইকে যেতে হবে ঈশ্বরের কাছে

বিকল্প কিছু নেই।


রাজশাহীর সময়/এএইচ




Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]