রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ক্রেন থেকে লোহা পড়ে শ্রমিকের মৃত্যু


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 07-04-2022

রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ক্রেন থেকে লোহা পড়ে শ্রমিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ক্রেন থেকে ভারী লোহা পড়ে বিল্লাল প্রধান (২৯) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলার বুড়িকান্দা গ্রামের ঈসমাইল প্রধানের ছেলে বিল্লাল। তিনি প্রকল্পের রুশ ঠিকাদারি প্রতিষ্ঠান অর্জেনার্জিস্টরি কোম্পানিতে শ্রমিকের কাজ করতেন।

প্রকল্পে কর্মরত শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিল্লাল প্রকল্পের ৩ নম্বর ব্লকে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো সকালে তিনি কাজে যোগ দিয়ে লোহার পাত বসানো কাজ করছিলেন। হঠাৎ ক্রেন থেকে ভারী লোহা পড়লে গুরুতর জখম হন বিল্লাল। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। একই সঙ্গে ক্ষতিপূরণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে অবগত করা হয়েছে।

রাজশাহীর সময়/এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]