লালপুরে ৫ শতাধিক কাদা মাটির পাট ও পাট তৈরী ফর্মা ভাংচুর


লালপুর (নাটোর) প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 11-04-2022

লালপুরে ৫ শতাধিক কাদা মাটির পাট ও পাট তৈরী ফর্মা ভাংচুর

নাটোরের লালপুর উপজেলার মাধবপুর পালপাড়ায় কাদা মাটির তৈরি  ৫ শতাধিক কুয়ার পাট ও পাট তৈরীর ফর্মা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

সোমবার (১১ এপ্রিল) রাতের কোন এক সময় শত্রুতা করে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে। 

জানাগেছে সোমবার ভোর রাতে মাটির পাট পুড়ানোর উদ্দেশ্যে ধীরেন পাল (৬৫) এবং তার ছেলে উত্তম কুমার পাল (৩০) কারখানায় গিয়ে দেখেন কাদা মাটির ৫শতাধিক পাট ও ফর্মা ভেঙে ফেলা হয়েছে। 

এসময় পাট তৈরির কারিগর উত্তম কুমার বলেন, আমরা বংশপরম্পরায় মাটির পাট ও অন্যান্য সামগ্রী তৈরি করে আসছি। এর আগে কখনো আমাদের সাথে এমন জঘন্যতম ঘটনা ঘটেনি। পাট ভাঙচুরের ঘটনায় তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজশাহীর সময়/ এম

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]